বিয়ানীবাজার থেকে কোচ জোসির পদত্যাগ
বিয়ানীবাজারকে বিদায় বলে দিলেন কোচ জসিমউদ্দিন জোসি। কাল রাতে ক্লাব কর্মকর্তাদের নিজের পদত্যাগের কথা জানিয়ে দেন তিনি। এবারই প্রথম দেশের সর্বোচ্চ ফুটবলে বিয়ানীবাজার খেলতে এসেছিল জোসিকে কোচ হিসেবে নিয়োগ দিয়ে। ফেডারেশন কাপের সেমিফাইনালে খেলেছে সিলেটের দলটি। বাংলাদেশ লিগে তিন ম্যাচে পেয়েছে ১ পয়েন্ট। দুদিন আগে নিজেদের মাঠে ফেনী সকার ক্লাবের কাছে বিয়ানীবাজার হেরে যাওয়ার পরই ক্লাব কর্মকর্তাদের সঙ্গে জোসির বাদানুবাদও হয়। তারই পরিণতি এই পদত্যাগ।
কাল পদত্যাগের কারণ হিসেবে জোসি বললেন, ‘খেলোয়াড়দের থাকা-খাওয়ার ভালো ব্যবস্থা করা হয়নি। অনুশীলনের জন্য মাঠ দিতে পারেননি কর্মকর্তারা। ক্যাম্প ডেকেও সব খেলোয়াড় পাওয়া যায়নি। কেউ ১২-১৩ দিন পরও এসেছে। তা ছাড়া সকারের কাছে হারের পর ক্লাব সভাপতি আমার কাছে জানতে চাইলেন, দল গড়ার আগে তাঁদের সঙ্গে কেন আলোচনা করিনি। আমি বললাম, আপনাদের সঙ্গে কথা বলে তো আর দল গড়ব না, এভাবে কোচিং করাতে রাজি নই আমি। উত্তর পেলাম, তাহলে আপনি নিজের চিন্তা করেন। মোট কথা, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও পাইনি।’
ক্লাব সভাপতি কে এইচ খসরু অবশ্য জোসির অভিযোগ মানতে নারাজ, ‘কোচকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছি আমরা। কিন্তু যখন দেখা গেল সমস্যা হচ্ছে, তখনই তাঁকে নিয়ে আর কাজ না করার সিদ্ধান্ত হয়েছে ক্লাবে। তাঁর অভিযোগ ঠিক নয়।’
কাল পদত্যাগের কারণ হিসেবে জোসি বললেন, ‘খেলোয়াড়দের থাকা-খাওয়ার ভালো ব্যবস্থা করা হয়নি। অনুশীলনের জন্য মাঠ দিতে পারেননি কর্মকর্তারা। ক্যাম্প ডেকেও সব খেলোয়াড় পাওয়া যায়নি। কেউ ১২-১৩ দিন পরও এসেছে। তা ছাড়া সকারের কাছে হারের পর ক্লাব সভাপতি আমার কাছে জানতে চাইলেন, দল গড়ার আগে তাঁদের সঙ্গে কেন আলোচনা করিনি। আমি বললাম, আপনাদের সঙ্গে কথা বলে তো আর দল গড়ব না, এভাবে কোচিং করাতে রাজি নই আমি। উত্তর পেলাম, তাহলে আপনি নিজের চিন্তা করেন। মোট কথা, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও পাইনি।’
ক্লাব সভাপতি কে এইচ খসরু অবশ্য জোসির অভিযোগ মানতে নারাজ, ‘কোচকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছি আমরা। কিন্তু যখন দেখা গেল সমস্যা হচ্ছে, তখনই তাঁকে নিয়ে আর কাজ না করার সিদ্ধান্ত হয়েছে ক্লাবে। তাঁর অভিযোগ ঠিক নয়।’
No comments