ইয়েমেনে বিমান হামলায় আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা নিহত!
ইয়েমেনের সাবওয়া প্রদেশের পার্বত্য এলাকায় গত বৃহস্পতিবারের বিমান হামলায় আল-কায়েদার একজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। বিভিন্ন সূত্র দাবি করেছে, মার্কিন বংশোদ্ভূত আল-কায়েদার নেতা আনওয়ার আল-আওলাকি ওই হামলায় নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে পেন্টাগনের তরফ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। খবর এপির।
নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের একজন কর্মকর্তা বলেন, এক সপ্তাহের ব্যবধানে আল-কায়েদার ঘাঁটিতে এটা ছিল সেনাবাহিনীর দ্বিতীয় হামলা। আল-কায়েদার জঙ্গিদের একটি গোপন বৈঠক চলাকালে এ হামলা চালানো হয়। হামলায় নিহত জঙ্গিদের মধ্যে মার্কিন বংশোদ্ভূত ধর্মীয় নেতা আনওয়ার আল-আওলাকি রয়েছেন। তবে এ ব্যাপারে পেন্টাগন কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইয়েমেনের সেনাবাহিনী পরিচালিত ওই হামলায় আরও অন্তত ৩৪ জন জঙ্গি নিহত হয়।
আল-কায়েদার নেতা আওলাকির সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফোর্ট হুড সেনা ঘাঁটিতে ১৩ জন সেনা হত্যাকাণ্ডের ঘাতক মেজর নিদাল মালিকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ই-মেইলের মাধ্যমে তাঁরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন বলে বলা হয়েছে।
নিউ মেক্সিকোতে জন্ম নেওয়া আওলাকি ২০০২ সালে ইয়েমেনে আসেন। এর আগে তিনি কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষাজীবন সম্পন্ন করেন।
নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের একজন কর্মকর্তা বলেন, এক সপ্তাহের ব্যবধানে আল-কায়েদার ঘাঁটিতে এটা ছিল সেনাবাহিনীর দ্বিতীয় হামলা। আল-কায়েদার জঙ্গিদের একটি গোপন বৈঠক চলাকালে এ হামলা চালানো হয়। হামলায় নিহত জঙ্গিদের মধ্যে মার্কিন বংশোদ্ভূত ধর্মীয় নেতা আনওয়ার আল-আওলাকি রয়েছেন। তবে এ ব্যাপারে পেন্টাগন কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইয়েমেনের সেনাবাহিনী পরিচালিত ওই হামলায় আরও অন্তত ৩৪ জন জঙ্গি নিহত হয়।
আল-কায়েদার নেতা আওলাকির সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফোর্ট হুড সেনা ঘাঁটিতে ১৩ জন সেনা হত্যাকাণ্ডের ঘাতক মেজর নিদাল মালিকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ই-মেইলের মাধ্যমে তাঁরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন বলে বলা হয়েছে।
নিউ মেক্সিকোতে জন্ম নেওয়া আওলাকি ২০০২ সালে ইয়েমেনে আসেন। এর আগে তিনি কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষাজীবন সম্পন্ন করেন।
No comments