ইরানে মৌসাভিসহ গ্রেপ্তার ৫০
ইরানে গত জুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মীর হোসেইন মৌসাভিসহ অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার ইস্পাহান নগরে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হুসেইন আলি মোনতাজেরির স্মরণসভায় বক্তৃতা দেওয়ার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির সরকারবিরোধীদের বিভিন্ন ওয়েবসাইট ও সংবাদ সংস্থা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
ইরানে ইসলামি বিপ্লবের অন্যতম নেতা মোনতাজেরি বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সমালোচক ছিলেন। গত প্রেসিডেন্ট নির্বাচনের পর সরকারবিরোধী বিক্ষোভেও তাঁর ভূমিকা ছিল। বুধবার ইস্পাহানের কেন্দ্রীয় মসজিদ সিয়াদে এক স্মরণসভায় মোনতাজেরির অনুসারীরা জড়ো হতে থাকে। কিন্তু আগে থেকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন। তাঁরা ওই মসজিদসহ আশপাশের এলাকা ঘিরে রাখেন। জমায়েত বাড়তে থাকলে পুলিশ লোকজনকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে।
ইরানে ইসলামি বিপ্লবের অন্যতম নেতা মোনতাজেরি বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সমালোচক ছিলেন। গত প্রেসিডেন্ট নির্বাচনের পর সরকারবিরোধী বিক্ষোভেও তাঁর ভূমিকা ছিল। বুধবার ইস্পাহানের কেন্দ্রীয় মসজিদ সিয়াদে এক স্মরণসভায় মোনতাজেরির অনুসারীরা জড়ো হতে থাকে। কিন্তু আগে থেকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন। তাঁরা ওই মসজিদসহ আশপাশের এলাকা ঘিরে রাখেন। জমায়েত বাড়তে থাকলে পুলিশ লোকজনকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে।
No comments