বানানো নগ্ন ছবি ফেসবুকে, ক্ষোভে বিদায় নিলেন অভিনেত্রী
ফেসবুক
ব্যবহার করতেন নিয়মিত। হঠাত্ই দেখলেন প্রোফাইলে ‘নিজের’ নগ্ন ছবি! বানানো
ওই ছবি দেখে রাগে, ক্ষোভে ফেসবুক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন
অভিনেত্রী। তিনি কবিতা কৌশিক।
ফেসবুক ছাড়ার আগে দীর্ঘ বার্তায় নিজের বক্তব্য স্পষ্ট করে জানিয়েছেন কবিতা। তিনি লিখেছেন, ‘ফেসবুক এমন একটা মাধ্যম যেখানে বহু অপরিচিত মানুষের সঙ্গেও কথা হয়। সেখানেই যদি নিজের বানানো নগ্ন ছবি কেউ দেখেন… আমার কাছে এটা অপমানজনক, রুচিবিরুদ্ধ। আমার সত্যিই মনে হচ্ছে, এখানে আমি বেমানান। বিদায় বন্ধুরা…।’
‘কুটুম্ব’, ‘কহানি ঘর ঘর কি’, ‘তুমহারি দিশা, ‘রিমিক্স’, ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’, ‘সিআইডি’, ‘কুমকুম’-এর মতো অসংখ্য টেলিভিশন ধারাবাহিক বা শো-এ কবিতাকে দেখেছেন দর্শক। ‘এক হাসিনা থি’, ‘মুম্বই কাটিং’-এর মতো কয়েকটি ছবিতেও তিনি অভিনয় করেছেন।
তাঁর এ হেন পদক্ষেপে অবাক অনুরাগীরা।
তবে সোশ্যাল মিডিয়ায় এ হেন ঘটনা এই প্রথম নয়। আর আগেও বিকৃত ছবি শেয়ার করার ঘটনা ঘটেছে। গোটা ঘটনাটি নিয়ে সাইবার ক্রাইমে অভিযোগ জানাবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন কবিতা।
সুত্র- আনন্দবাজার
ফেসবুক ছাড়ার আগে দীর্ঘ বার্তায় নিজের বক্তব্য স্পষ্ট করে জানিয়েছেন কবিতা। তিনি লিখেছেন, ‘ফেসবুক এমন একটা মাধ্যম যেখানে বহু অপরিচিত মানুষের সঙ্গেও কথা হয়। সেখানেই যদি নিজের বানানো নগ্ন ছবি কেউ দেখেন… আমার কাছে এটা অপমানজনক, রুচিবিরুদ্ধ। আমার সত্যিই মনে হচ্ছে, এখানে আমি বেমানান। বিদায় বন্ধুরা…।’
‘কুটুম্ব’, ‘কহানি ঘর ঘর কি’, ‘তুমহারি দিশা, ‘রিমিক্স’, ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’, ‘সিআইডি’, ‘কুমকুম’-এর মতো অসংখ্য টেলিভিশন ধারাবাহিক বা শো-এ কবিতাকে দেখেছেন দর্শক। ‘এক হাসিনা থি’, ‘মুম্বই কাটিং’-এর মতো কয়েকটি ছবিতেও তিনি অভিনয় করেছেন।
তাঁর এ হেন পদক্ষেপে অবাক অনুরাগীরা।
তবে সোশ্যাল মিডিয়ায় এ হেন ঘটনা এই প্রথম নয়। আর আগেও বিকৃত ছবি শেয়ার করার ঘটনা ঘটেছে। গোটা ঘটনাটি নিয়ে সাইবার ক্রাইমে অভিযোগ জানাবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন কবিতা।
সুত্র- আনন্দবাজার
No comments