বেপরোয়া শ্রীদেবী কন্যা
শ্রীদেবী
কন্যা জানভী কাপুর এরই মধ্যে তার প্রথম ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ‘ধাদাক’
শীর্ষক এ ছবিটি প্রযোজনা করছেন করণ জোহর। আর ছবিটি পরিচালনা করছেন শশাংক
খাতান। কয়েকদিন আগেই এ ছবির প্রথম পোস্টার প্রকাশ হয়েছে। ছবিটি নতুন বছরের
জুলাইতে মুক্তি পাবে। তবে তার আগেই খবরের শিরোনামে বার বার আসছেন জানভী
কাপুর।
বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় তিনি। পাশাপাশি খোলামেলা ছবি প্রকাশের মাধ্যমেও সব সময় আলোচনায় থাকেন। তবে সম্প্রতি নগ্ন ছবি তিনি প্রকাশ করেছেন ইন্সটাগ্রামে। ছবিতে কেবল হাত দিয়ে নিজের গোপন অঙ্গ ঢেকেছেন তিনি। আর এর মাধ্যমে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন জানভী। অনেকেই ছবির নিচে জানভীকে বেপরোয়া বলে উল্লেখ করেছেন। আবার অনেকে বলছেন ছবি শুরুর আগে আলোচনায় আসতেই এমন ছবি পোস্ট করেছেন তিনি। আবার অনেকে শ্রীদেবীকে টেনেও নানা ধরনের সমালোচনা করছেন। তবে এসব সমালোচনায় একদমই পাত্তা দেননি জানভী। বরংচ নিজের মতো করেই ছবি পোস্ট করে গেছেন। সমালোচনার কোন জবাবও দেননি।
বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় তিনি। পাশাপাশি খোলামেলা ছবি প্রকাশের মাধ্যমেও সব সময় আলোচনায় থাকেন। তবে সম্প্রতি নগ্ন ছবি তিনি প্রকাশ করেছেন ইন্সটাগ্রামে। ছবিতে কেবল হাত দিয়ে নিজের গোপন অঙ্গ ঢেকেছেন তিনি। আর এর মাধ্যমে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন জানভী। অনেকেই ছবির নিচে জানভীকে বেপরোয়া বলে উল্লেখ করেছেন। আবার অনেকে বলছেন ছবি শুরুর আগে আলোচনায় আসতেই এমন ছবি পোস্ট করেছেন তিনি। আবার অনেকে শ্রীদেবীকে টেনেও নানা ধরনের সমালোচনা করছেন। তবে এসব সমালোচনায় একদমই পাত্তা দেননি জানভী। বরংচ নিজের মতো করেই ছবি পোস্ট করে গেছেন। সমালোচনার কোন জবাবও দেননি।
No comments