অসামান্য অবদানে সেবা পদক পেলেন জয়নুল আবেদিন
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২১ নভেম্বর মঙ্গলবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী বিভাগে স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অসমান্য অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব লোহাগাড়ার কৃতিসন্তান মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসিকে “অসমান্য সেবা পদক” র্যাংক ব্যাচ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, সামরিক সচিব এবং ডিজিএফসহ ২৬ জনকে “অসামান্য সেবা পদক” র্যাংক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
No comments