বিয়ে করলেন জহির খান
বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে চিরদিনের মতো জীবনসঙ্গিনী করলেন ভারতীয় ক্রিকেটার জহির খান। সব জল্পনা-কল্পনার ইতি টেনে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন তারা। বৃহস্পতিবার সকালে কোর্টে বিয়ের কাজ সম্পন্ন করেন দুই ভুবনের দুই বাসিন্দা।
জহির খানের প্রোস্পোর্ট ফিটনেস স্টুডিওর হেড অব বিজনেস এবং ব্র্যান্ড মার্কেটিং অঞ্জন শর্মা ইনস্টাগ্রামে নব দম্পতির বিয়ের ছবি শেয়ার করে এ খবর নিশ্চিত করেছেন।
জহির খান ও সাগরিকার বিয়ে পরবর্তী অনুষ্ঠান হবে আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের তাজমহল প্যালেসে। এতে ভারতীয় ক্রিকেট, বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকার উপস্থিত হওয়ার কথা।
গেলো ২৪ মে হয় জহির খান-সাগরিকার বাগদান। এতে ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং ও হ্যাজেল কিচ দম্পতি উপস্থিত ছিলেন।
সাগরিকার বলিউডে অভিষেক ঘটে ২০০৭ সালে। বলিউড কিং শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘চাক দে ইন্ডিয়া’র অভিনেত্রী ছিলেন এ লাস্যময়ী।
এ সিনেমার অন্যতম চরিত্রে অভিনয় করেন সাগরিকার বান্ধবী ভিদায় মালভাদে। সম্প্রতি ইনস্টাগ্রামে জহির-সাগরিকার বিয়ের কার্ডের ছবি পোস্ট করেন তিনি।
ভারতের সর্বকালের অন্যতম সেরা পেসার জহির খান। দেশটির জার্সিতে তিনি ২২ গজ মাতিয়েছেন ১৪ বছর। টিম ইন্ডিয়ার অসংখ্য জয়ের সাক্ষী তিনি। ভারতের সবশেষ ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয়ে অসামান্য অবদান রাখেন এ বাঁহাতি পেসার।
বলিউড ছাড়াও মারাঠি ও পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেছেন সাগরিকা। তার আসন্ন সিনেমা হাদসা শিগগির মুক্তি পাবে।
জহির খানের প্রোস্পোর্ট ফিটনেস স্টুডিওর হেড অব বিজনেস এবং ব্র্যান্ড মার্কেটিং অঞ্জন শর্মা ইনস্টাগ্রামে নব দম্পতির বিয়ের ছবি শেয়ার করে এ খবর নিশ্চিত করেছেন।
জহির খান ও সাগরিকার বিয়ে পরবর্তী অনুষ্ঠান হবে আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের তাজমহল প্যালেসে। এতে ভারতীয় ক্রিকেট, বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকার উপস্থিত হওয়ার কথা।
গেলো ২৪ মে হয় জহির খান-সাগরিকার বাগদান। এতে ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং ও হ্যাজেল কিচ দম্পতি উপস্থিত ছিলেন।
সাগরিকার বলিউডে অভিষেক ঘটে ২০০৭ সালে। বলিউড কিং শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘চাক দে ইন্ডিয়া’র অভিনেত্রী ছিলেন এ লাস্যময়ী।
এ সিনেমার অন্যতম চরিত্রে অভিনয় করেন সাগরিকার বান্ধবী ভিদায় মালভাদে। সম্প্রতি ইনস্টাগ্রামে জহির-সাগরিকার বিয়ের কার্ডের ছবি পোস্ট করেন তিনি।
ভারতের সর্বকালের অন্যতম সেরা পেসার জহির খান। দেশটির জার্সিতে তিনি ২২ গজ মাতিয়েছেন ১৪ বছর। টিম ইন্ডিয়ার অসংখ্য জয়ের সাক্ষী তিনি। ভারতের সবশেষ ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয়ে অসামান্য অবদান রাখেন এ বাঁহাতি পেসার।
বলিউড ছাড়াও মারাঠি ও পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেছেন সাগরিকা। তার আসন্ন সিনেমা হাদসা শিগগির মুক্তি পাবে।
No comments