একতরফা নির্বাচন কোন নির্বাচনী প্রক্রিয়া নয়
সুস্থ্য
গণতন্ত্রের জন্যে সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনিবার্য। একতরফা
নির্বাচন কোন নির্বাচনী প্রক্রিয়া হতে পারে না। আগামী একাদশ জাতীয় সংসদ
নির্বাচন সুষ্ঠ হবে কি না তা কেবল সরকারের সদিচ্ছার উপর নির্ভর করবে বলে
মন্তব্য করেছেন ড. বদিউল আলম মজুমদার। আজ বুধবার বিকালে জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ে ইউথ লিডারশীপ হাঙ্গার অনুষ্ঠানের অংশগ্রাহণ শেষে সাংবাদিকের
সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা আশা করছি যে আগামী
নির্বাচন সুষ্ঠ ও গ্রহণ যোগ্য হবে। যেখানে জনগণের আশা আকাঙ্খা প্রতিফলিত
হবে। যারা ভোটার হওয়ার যোগ্য তারা ভোটার হবে এবং নির্বিঘ্নে-কোন রকম চাপ ও
ঝুঁকি ছাড়াই ভোটাধীকার প্রয়োগ করতে পারবে।
যারা প্রার্থী হতে চায় তারা হবে কিন্তু সেখানে টাকা ও পেশী শক্তির কোন প্রভাব থাকবে না। আগমী নির্বাচন গ্রহণ যোগ্য করতে বর্তমান নির্বাচন কমিশন কতোটা সক্ষম? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সময়ের ব্যাপার। নির্বাচন কমিশন সুষ্ঠ নির্বাচনের জন্য অপরিহার্য কিন্তু যথেষ্ট নয়। সরকরের সদাচারণ প্রয়োজন। সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা পালন করতে হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় সরকার যদি সদাচারণ ও নিরপেক্ষ আচারণ করে তবেই কেবল স্বচ্ছ নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশন এ বিষয়ে কোন সমাধান দিতে পারবে না যদি তাদের সদিচ্ছা না থাকে। আমি আশা করি আওয়ামী লীগ ও বিএনপি সদিচ্ছা প্রদর্শন করে রাজনৈতিক সমঝোতায় পৌঁছাবে এবং আমাদের সমস্যা সমাধান করবে। যাতে সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারে।
যারা প্রার্থী হতে চায় তারা হবে কিন্তু সেখানে টাকা ও পেশী শক্তির কোন প্রভাব থাকবে না। আগমী নির্বাচন গ্রহণ যোগ্য করতে বর্তমান নির্বাচন কমিশন কতোটা সক্ষম? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সময়ের ব্যাপার। নির্বাচন কমিশন সুষ্ঠ নির্বাচনের জন্য অপরিহার্য কিন্তু যথেষ্ট নয়। সরকরের সদাচারণ প্রয়োজন। সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা পালন করতে হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় সরকার যদি সদাচারণ ও নিরপেক্ষ আচারণ করে তবেই কেবল স্বচ্ছ নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশন এ বিষয়ে কোন সমাধান দিতে পারবে না যদি তাদের সদিচ্ছা না থাকে। আমি আশা করি আওয়ামী লীগ ও বিএনপি সদিচ্ছা প্রদর্শন করে রাজনৈতিক সমঝোতায় পৌঁছাবে এবং আমাদের সমস্যা সমাধান করবে। যাতে সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারে।
No comments