অশালীন পোশাকের জন্য আদালতে তলব মল্লিকাকে
অশালীন পোশাকে নাচগান করার অপরাধে
অভিযুক্ত মার্ডার গার্ল মল্লিকা শেরওয়াতকে এজলাসে হাজির হওয়ার নির্দেশ
দিল আদালত। অশালীন পোশাকে নাচগান করার জন্য বিতর্কিত অভিনেত্রী মল্লিতা
শেরওয়াতের
বিরুদ্ধে মামলা করেছিলেন বারোদা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নরেন্দ্র
তিওয়ারি। শুক্রবার সেই মামলার শুনানিতেই আগামী ২০ এপ্রিল, আদালতের সামনে
মল্লিকাকে সশরীরে হাজিরা থাকতে নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনার
সূত্রপাত ২০০৭ সাল। অভিযোগ, মুম্বfইয়ের জে ডব্লিউ ম্যারিওট হোটেলে
নববর্ষের জলসায় অশালীন পোশাকে নাচ-গান করেন বলিউডের ‘আইটেম গার্ল’। এই
কারণেই মল্লিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা দায়ের করেন
আইনজীবী নরেন্দ্র তিওয়ারি। শুধু মল্লিকাই নন, অভিযোগ ওঠে হোটেলের মালিকের
বিরুদ্ধেও।
এ বিষয়ে সাংবাদিকদের তিওয়ারি জানিয়েছেন, আদালত পুলিশকে এ বিষয়ে তদন্ত করতে বলেছে। যদিও পুলিশ এই বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন বলে তার দাবি। তিওয়ারির কথায়, ‘পুলিশ রিপোর্টে লেখা আছে, এই ব্যাপারে কোনো মামলা তাদের কাছে দায়ের হয়নি।’ ঘটনা পরম্পরায় ক্ষুব্ধ তিওয়ারি উপযুক্ত বিচারের আশায় উচ্চ-আদালতে যাবেন বলেও জানিয়েছেন। সূত্র: ওয়েবসাইট।
এ বিষয়ে সাংবাদিকদের তিওয়ারি জানিয়েছেন, আদালত পুলিশকে এ বিষয়ে তদন্ত করতে বলেছে। যদিও পুলিশ এই বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন বলে তার দাবি। তিওয়ারির কথায়, ‘পুলিশ রিপোর্টে লেখা আছে, এই ব্যাপারে কোনো মামলা তাদের কাছে দায়ের হয়নি।’ ঘটনা পরম্পরায় ক্ষুব্ধ তিওয়ারি উপযুক্ত বিচারের আশায় উচ্চ-আদালতে যাবেন বলেও জানিয়েছেন। সূত্র: ওয়েবসাইট।
No comments