কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৬
আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল শুক্রবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন বিদেশি ও পুলিশের তিনজন সদস্য রয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এএফপি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি জানান, এ ঘটনায় আরও অন্তত ৩২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ইতালি ও একজন ফ্রান্সের নাগরিক। আফগান সেনাবাহিনীর একজন চিকিত্সক জানান, নিহতদের মধ্যে একজন ভারতের নাগরিক।
কাবুলের শের-ই-নই এলাকার পার্ক রেসিডেন্স হোটেলের কাছে জঙ্গিরা একটি গাড়িতে বোমা নিয়ে এ হামলা চালায়। এ সময় পুলিশের গুলিতে দুজন আত্মঘাতী নিহত হয়েছে। ওই এলাকায় চাকরি সূত্রে অনেক ভারতীয় বসবাস করেন। তালেবানরা এ ঘটনার দায় স্বীকার করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি জানান, এ ঘটনায় আরও অন্তত ৩২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ইতালি ও একজন ফ্রান্সের নাগরিক। আফগান সেনাবাহিনীর একজন চিকিত্সক জানান, নিহতদের মধ্যে একজন ভারতের নাগরিক।
কাবুলের শের-ই-নই এলাকার পার্ক রেসিডেন্স হোটেলের কাছে জঙ্গিরা একটি গাড়িতে বোমা নিয়ে এ হামলা চালায়। এ সময় পুলিশের গুলিতে দুজন আত্মঘাতী নিহত হয়েছে। ওই এলাকায় চাকরি সূত্রে অনেক ভারতীয় বসবাস করেন। তালেবানরা এ ঘটনার দায় স্বীকার করেছে।
No comments