কক্সবাজারে বিচ ফুটবল উৎসব
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের সিগাল পয়েন্টে কাল শুরু হয়েছে দেশের প্রথম বিচ ফুটবল টুর্নামেন্ট। ঢাকার দল মোহামেডান, আবাহনী, ব্রাদার্স, ভিক্টোরিয়া, রহমতগঞ্জ এবং কক্সবাজার মাস্টার্স নামে ৬টি দল ‘এ’ ও ‘বি’ দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে দু দিনের এই ‘ফাইভ এ সাইড’ টুর্নামেন্টে।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মাঠের মাপ ১২০ ও ৯০ ফুট। খেলছেন দেশের সাবেক তারকা ফুটবলাররা।
আয়োজক ‘ফুটবলের জন্য আমরা’-এর সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন জানান, দেশের জনপ্রিয় খেলা ফুটবলে জাগরণ ফেরাতেই এই বিচ ফুটবল, যেটির উদ্বোধন করেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। এই উদ্যোগ নিতে সক্রিয় ভূমিকা রাখছেন শফিকুল ইসলাম (মানিক)।
প্রথম দিনে মোহামেডান মাস্টার্স ৪-৩ গোলে কক্সবাজার বিচ টিমকে, রহমতগঞ্জ মাস্টার্স ৩-২ গোলে আবাহনী মাস্টার্সকে, ব্রাদার্স মাস্টার্স ৫-৩ গোলে কক্সবাজার মাস্টার্সকে, রহমতগঞ্জ মাস্টার্স ৫-২ গোলে ভিক্টোরিয়া মাস্টার্সকে হারিয়েছে।
মোহামেডান মাস্টার্সের গোলদাতা শফিকুল ইসলাম (২টি), ইমতিয়াজ আহমেদ ও জুয়েল রানা। হ্যাটট্রিক করেছেন কক্সবাজারের আনোয়ার। রহমতগঞ্জ মাস্টার্সের পক্ষে গোল করেন রঞ্জন (২টি) ও ডন। আবাহনী মাস্টার্সের গোলদাতা স্বপন ও আসলাম।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মাঠের মাপ ১২০ ও ৯০ ফুট। খেলছেন দেশের সাবেক তারকা ফুটবলাররা।
আয়োজক ‘ফুটবলের জন্য আমরা’-এর সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন জানান, দেশের জনপ্রিয় খেলা ফুটবলে জাগরণ ফেরাতেই এই বিচ ফুটবল, যেটির উদ্বোধন করেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। এই উদ্যোগ নিতে সক্রিয় ভূমিকা রাখছেন শফিকুল ইসলাম (মানিক)।
প্রথম দিনে মোহামেডান মাস্টার্স ৪-৩ গোলে কক্সবাজার বিচ টিমকে, রহমতগঞ্জ মাস্টার্স ৩-২ গোলে আবাহনী মাস্টার্সকে, ব্রাদার্স মাস্টার্স ৫-৩ গোলে কক্সবাজার মাস্টার্সকে, রহমতগঞ্জ মাস্টার্স ৫-২ গোলে ভিক্টোরিয়া মাস্টার্সকে হারিয়েছে।
মোহামেডান মাস্টার্সের গোলদাতা শফিকুল ইসলাম (২টি), ইমতিয়াজ আহমেদ ও জুয়েল রানা। হ্যাটট্রিক করেছেন কক্সবাজারের আনোয়ার। রহমতগঞ্জ মাস্টার্সের পক্ষে গোল করেন রঞ্জন (২টি) ও ডন। আবাহনী মাস্টার্সের গোলদাতা স্বপন ও আসলাম।
No comments