ঢাকার বাইরে
রাজশাহীর খেলা: জিয়া স্মৃতি ক্রিকেটে তালতলা একাদশ (১০৮) ২৪ রানে এমবিসিএ দলকে (৮৪/৯), এশিয়ান দল (১৪৯/৭) ৩০ রানে বায়া ক্রিকেট একাডেমিকে (১১৯/৮) এবং বিশাল একাদশ (১২০) ৩৫ রানে কাজলা ঈদগাহ সংঘকে (৮৫) হারিয়েছে। প্রথম বিভাগ ভলিবল: বন্ধন ক্রীড়াচক্র ২৫-১৯, ২৫-১৫, ২৫-১৮ পয়েন্টে গ্রিন স্টার ক্লাবকে এবং সিটি ক্লাব ২৫-১২, ২৫-১২, ২৫-১০ পয়েন্টে মডার্ন বক্সিং ক্লাবকে হারিয়েছে।—রাজশাহী অফিস
শেরপুরে টি-টোয়েন্টি: শেরপুরে জিএমপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে মৈত্রীবাড়ী একাদশ (১২৪) ৩৪ রানে হারিয়েছে অ্যাকটিভ ক্লাবকে (৯০)। জয়ী দলের স্বাধীন ম্যাচ-সেরা।—শেরপুর প্রতিনিধি
বানিয়াচংয়ে ক্রিকেট: সিরাজুল হোসেন খান স্মৃতি ক্রিকেটে কাল ব্রাইট ফিউচার ক্লাব (১৭৩/৯) ৩৯ রানে হারিয়েছে জোড়াসিক স্পোর্টিং ক্লাবকে (১৩৪)। জয়ী দলের সুমন ম্যান অব দ্য ম্যাচ।—বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
দাউদকান্দিতে ফুটবল: দাউদকান্দির গৌরীপুর সুবল-আফতাব উচ্চবিদ্যালয় মাঠে আশরাফ চৌধুরী স্মৃতি ফুটবলের উদ্বোধনী ম্যাচে ট্রাইব্রেকারে গৌরীপুর স্পোর্টিং ক্লাব ৯-৮ গোলে হারিয়েছে ঢাকার মনসুর স্পোর্টিং ক্লাবকে। খেলায় সেরা খেলোয়াড় জয়ী দলের আলমগীর হোসেন।—দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
নোয়াখালী গোল্ডকাপ ফুটবল: নোয়াখালী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে কাল কোম্পানীগঞ্জ উপজেলা একাদশ সৌরভ ও কল্লোলের গোলে ২-০ ব্যবধানে হারায় লক্ষ্মীপুর জেলা দলকে। টুর্নামেন্টে খেলছে ২২টি দল।
শেরপুরে টি-টোয়েন্টি: শেরপুরে জিএমপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে মৈত্রীবাড়ী একাদশ (১২৪) ৩৪ রানে হারিয়েছে অ্যাকটিভ ক্লাবকে (৯০)। জয়ী দলের স্বাধীন ম্যাচ-সেরা।—শেরপুর প্রতিনিধি
বানিয়াচংয়ে ক্রিকেট: সিরাজুল হোসেন খান স্মৃতি ক্রিকেটে কাল ব্রাইট ফিউচার ক্লাব (১৭৩/৯) ৩৯ রানে হারিয়েছে জোড়াসিক স্পোর্টিং ক্লাবকে (১৩৪)। জয়ী দলের সুমন ম্যান অব দ্য ম্যাচ।—বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
দাউদকান্দিতে ফুটবল: দাউদকান্দির গৌরীপুর সুবল-আফতাব উচ্চবিদ্যালয় মাঠে আশরাফ চৌধুরী স্মৃতি ফুটবলের উদ্বোধনী ম্যাচে ট্রাইব্রেকারে গৌরীপুর স্পোর্টিং ক্লাব ৯-৮ গোলে হারিয়েছে ঢাকার মনসুর স্পোর্টিং ক্লাবকে। খেলায় সেরা খেলোয়াড় জয়ী দলের আলমগীর হোসেন।—দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
নোয়াখালী গোল্ডকাপ ফুটবল: নোয়াখালী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে কাল কোম্পানীগঞ্জ উপজেলা একাদশ সৌরভ ও কল্লোলের গোলে ২-০ ব্যবধানে হারায় লক্ষ্মীপুর জেলা দলকে। টুর্নামেন্টে খেলছে ২২টি দল।
No comments