পাকিস্তানের ক্রিকেটে বাজিকরদের হানা
বাজিকরদের সঙ্গে পাকিস্তানের কয়েকজন ক্রিকেটারের সুসময় ছিল একসময়। ক্রনিয়ে-কেলেঙ্কারির পর ক্রিকেট থেকে বাজিকরদের উত্পাত কমেছে। কিন্তু পুরো নির্মূল করা যায়নি। তার প্রমাণ মিলল আবার। খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট জানিয়েছেন, ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত চলছে। সেই দুজন কারা সেটি প্রকাশ করা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের ধারণা, এঁদের একজন কামরান আকমল। গত অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে বাজে পারফরম্যান্সের পাশাপাশি বেশ কয়েকটা ক্যাচ ফেলেছেন কামরান। তাঁর হাতে তিনবার বেঁচে যাওয়া মাইক হাসি প্রায় হারতে বসা টেস্টে জয় এনে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। বাট জানিয়েছেন, ম্যাচ পাতানোর তথ্যপ্রমাণ পিসিবির হাতে পৌঁছে দিয়েছে আইসিসি।
স্থানীয় সংবাদমাধ্যমের ধারণা, এঁদের একজন কামরান আকমল। গত অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে বাজে পারফরম্যান্সের পাশাপাশি বেশ কয়েকটা ক্যাচ ফেলেছেন কামরান। তাঁর হাতে তিনবার বেঁচে যাওয়া মাইক হাসি প্রায় হারতে বসা টেস্টে জয় এনে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। বাট জানিয়েছেন, ম্যাচ পাতানোর তথ্যপ্রমাণ পিসিবির হাতে পৌঁছে দিয়েছে আইসিসি।
No comments