মাইকেল জ্যাকসনের মা ক্যাথেরিন বছরে ১০ লাখ ডলার পাবেন
পপসম্রাট মাইকেল জ্যাকসনের মা ক্যাথেরিন জ্যাকসন এখন থেকে বছরে ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি অর্থ পাবেন। মাইকেলের সম্পত্তির আয় থেকে ক্যাথেরিনকে ওই অর্থ দেওয়া হবে। লস অ্যাঞ্জেলেসের একটি আদালত এ সংক্রান্ত একটি নথি প্রকাশ করেছেন। ওই অর্থ ক্যাথেরিন ও মাইকেলের তিন সন্তানের ভরণপোষণের জন্য ব্যয় করা হবে।
গত মাসে লস অ্যাঞ্জেলেসের একজন বিচারক এ অর্থের অনুমোদন দিয়েছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো গোপন রাখা হয়েছে।
অনুমোদন করা অর্থের মধ্যে ক্যাথেরিনের নিজের জন্য মাসে ২৬ হাজার ৮০৪ ডলার এবং মাইকেলের তিন সন্তানের জন্য মাসিক খরচ বাবদ ৬০ হাজার ডলার করে দেওয়া হবে। বাকি অর্থ অন্যান্য খাতে ব্যয় করা হবে।
মাইকেল জ্যাকসনের তিন সন্তান প্রিন্স মাইকেল (১১), প্যারিস মাইকেল ক্যাথেরিন (৯) এবং দ্বিতীয় প্রিন্স মাইকেল (৭) এখন বাবার ওই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী। এর পরপরই রয়েছেন তাঁর মা এবং বিভিন্ন দাতব্য সংস্থা।
গত জুনে জ্যাকসনের মৃত্যুর পর এই তিন শিশুর অভিভাবকত্ব পেয়েছেন দাদি ক্যাথেরিন।
গত মাসে লস অ্যাঞ্জেলেসের একজন বিচারক এ অর্থের অনুমোদন দিয়েছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো গোপন রাখা হয়েছে।
অনুমোদন করা অর্থের মধ্যে ক্যাথেরিনের নিজের জন্য মাসে ২৬ হাজার ৮০৪ ডলার এবং মাইকেলের তিন সন্তানের জন্য মাসিক খরচ বাবদ ৬০ হাজার ডলার করে দেওয়া হবে। বাকি অর্থ অন্যান্য খাতে ব্যয় করা হবে।
মাইকেল জ্যাকসনের তিন সন্তান প্রিন্স মাইকেল (১১), প্যারিস মাইকেল ক্যাথেরিন (৯) এবং দ্বিতীয় প্রিন্স মাইকেল (৭) এখন বাবার ওই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী। এর পরপরই রয়েছেন তাঁর মা এবং বিভিন্ন দাতব্য সংস্থা।
গত জুনে জ্যাকসনের মৃত্যুর পর এই তিন শিশুর অভিভাবকত্ব পেয়েছেন দাদি ক্যাথেরিন।
No comments