মুশফিক-মাহমুদকে সাকিবের অভিনন্দন
কলকাতা নাইট রাইডার্সের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলতে এখন তিনি হায়দরাবাদে। সাকিব আল হাসান কাল সেখানে বসেই শুনেছেন মুশফিকুর রহিমের অধিনায়ক হওয়ার খবর। শুনে নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক। অভিনন্দন জানিয়েছেন নতুন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহকেও।
অধিনায়কত্বের শুরুতে মুশফিককেই সহ-অধিনায়ক হিসেবে পেয়েছিলেন সাকিব। এ ছাড়া দুজনই বিকেএসপির ছাত্র বলে সম্পর্কটা অনেক পুরোনো। নতুন অধিনায়ককে তাই অনেক দিন ধরেই কাছ থেকে দেখে আসছেন সাকিব। সে অভিজ্ঞতা থেকেই কাল টেলিফোনে বললেন, ‘মুশফিক ভাই অধিনায়ক হওয়ায় ভালো হয়েছে। আশা করি, ভালো করবেন। অধিনায়ক হওয়ার মতো সব গুণই ওনার আছে।’
অধিনায়ক থাকার সময় দল পরিচালনায়ও মুশফিকের অনেক সাহায্য পেয়েছেন বলেও জানালেন তিনি, ‘আমি যখন অধিনায়ক ছিলাম, সব সময়ই মুশফিক ভাইয়ের সাহায্য পেয়েছি। ওটা নিয়ে কখনোই সমস্যা হয়নি। মাঠে ও মাঠের বাইরে নানা বিষয় নিয়ে ওনার সঙ্গে সব সময়ই আলোচনা করতাম।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে মুশফিকের নেতৃত্বে খেলেছেন সাকিব। সেই অভিজ্ঞতা থেকেই বললেন, ‘অনূর্ধ্ব-১৯ দলে ওনার অধিনায়কত্বে খেলেছি। বয়সভিত্তিক পর্যায়ে দল পরিচালনার কাজটা মূলত কোচই পালন করলেও অধিনায়কেরও কিছু ভূমিকা থাকে। মুশফিক ভাইয়ের নেতৃত্বগুণটা চোখে পড়েছে তখনই।’
অধিনায়কত্ব হারানোর পরই নতুন অধিনায়ককে সর্বতো সহায়তার নিশ্চয়তা দিয়েছিলেন। নতুন অধিনায়কের নাম জানার পর আবারও দিলেন সেই প্রতিশ্রুতি।
অধিনায়কত্বের শুরুতে মুশফিককেই সহ-অধিনায়ক হিসেবে পেয়েছিলেন সাকিব। এ ছাড়া দুজনই বিকেএসপির ছাত্র বলে সম্পর্কটা অনেক পুরোনো। নতুন অধিনায়ককে তাই অনেক দিন ধরেই কাছ থেকে দেখে আসছেন সাকিব। সে অভিজ্ঞতা থেকেই কাল টেলিফোনে বললেন, ‘মুশফিক ভাই অধিনায়ক হওয়ায় ভালো হয়েছে। আশা করি, ভালো করবেন। অধিনায়ক হওয়ার মতো সব গুণই ওনার আছে।’
অধিনায়ক থাকার সময় দল পরিচালনায়ও মুশফিকের অনেক সাহায্য পেয়েছেন বলেও জানালেন তিনি, ‘আমি যখন অধিনায়ক ছিলাম, সব সময়ই মুশফিক ভাইয়ের সাহায্য পেয়েছি। ওটা নিয়ে কখনোই সমস্যা হয়নি। মাঠে ও মাঠের বাইরে নানা বিষয় নিয়ে ওনার সঙ্গে সব সময়ই আলোচনা করতাম।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে মুশফিকের নেতৃত্বে খেলেছেন সাকিব। সেই অভিজ্ঞতা থেকেই বললেন, ‘অনূর্ধ্ব-১৯ দলে ওনার অধিনায়কত্বে খেলেছি। বয়সভিত্তিক পর্যায়ে দল পরিচালনার কাজটা মূলত কোচই পালন করলেও অধিনায়কেরও কিছু ভূমিকা থাকে। মুশফিক ভাইয়ের নেতৃত্বগুণটা চোখে পড়েছে তখনই।’
অধিনায়কত্ব হারানোর পরই নতুন অধিনায়ককে সর্বতো সহায়তার নিশ্চয়তা দিয়েছিলেন। নতুন অধিনায়কের নাম জানার পর আবারও দিলেন সেই প্রতিশ্রুতি।
No comments