সিরিয়ায় আন্দোলনে নিহত ২৭০০
সিরিয়ায় গত ছয় মাসের সরকারবিরোধী আন্দোলনে সেনা ও নিরাপত্তা বাহিনীর হাতে দুই হাজার ৭০০ জন নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন এ তথ্য জানায়।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপহাইকমিশনার কিয়ুং ওয়া কাং বলেন, মধ্য মার্চে গণবিক্ষোভ শুরুর পর থেকে আজ পর্যন্ত সেনা ও নিরাপত্তা বাহিনীর হাতে দুই হাজার ৭০০ জন নিহত হয়েছে। তিনি আরও বলেন, এটা মানবতাবিরোধী অপরাধের শামিল।
উপহাইকমিশনার জানান, তাঁর দপ্তর এসব অপরাধের সঙ্গে জড়িত ৫০ জন সন্দেহভাজন ব্যক্তির তালিকা প্রস্তুত করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চাইলে এ তালিকা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাবে।
কিয়ুং ওয়া কাং সিরিয়ার সহিংসতার বিষয়ে আন্তর্জাতিক তদন্তের ব্যাপারে সহায়তার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি দায় থেকে অব্যাহতি দেওয়ার সংস্কৃতি থেকে সিরিয়া সরকারকে বেরিয়ে আসার আহ্বান জানান।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপহাইকমিশনার কিয়ুং ওয়া কাং বলেন, মধ্য মার্চে গণবিক্ষোভ শুরুর পর থেকে আজ পর্যন্ত সেনা ও নিরাপত্তা বাহিনীর হাতে দুই হাজার ৭০০ জন নিহত হয়েছে। তিনি আরও বলেন, এটা মানবতাবিরোধী অপরাধের শামিল।
উপহাইকমিশনার জানান, তাঁর দপ্তর এসব অপরাধের সঙ্গে জড়িত ৫০ জন সন্দেহভাজন ব্যক্তির তালিকা প্রস্তুত করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চাইলে এ তালিকা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাবে।
কিয়ুং ওয়া কাং সিরিয়ার সহিংসতার বিষয়ে আন্তর্জাতিক তদন্তের ব্যাপারে সহায়তার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি দায় থেকে অব্যাহতি দেওয়ার সংস্কৃতি থেকে সিরিয়া সরকারকে বেরিয়ে আসার আহ্বান জানান।
No comments