আজ দিবারাত্রির ফাইনাল
বিসিবি কাপে একজন বাংলাদেশ দলের অধিনায়ক, আরেকজন বাংলাদেশ ‘এ’ দলের। আরেকটা প্রতিদ্বন্দ্বিতাও ছিল তাঁদের মধ্যে—জাতীয় দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে নাম শোনা যাচ্ছিল দুজনেরই। তবে আজ বিসিবি কাপের ফাইনালের আগে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ একটা জায়গায় অন্তত এক বিন্দুতে। দুজনই বলছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সেরা প্রস্তুতির সুযোগ করে দিয়েছে এই টুর্নামেন্ট।
ফাইনালের আগে কে চ্যাম্পিয়ন হবে, দুই দলের শক্তিমত্তা-দুর্বলতা কী—এসব নিয়েই আলোচনা হওয়া উচিত। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এমন একটা টুর্নামেন্টের ফাইনাল, ট্রফি জয়ের লড়াইয়ের চেয়েও যেটা আসলে প্রস্তুতিরই মঞ্চ। মুশফিক, মাহমুদউল্লাহ—জাতীয় দলের দুই ক্রিকেটারই বলেছেন, এই টুর্নামেন্ট সুযোগ করে দিয়েছে আদর্শ প্রস্তুতির। ‘খুব ভালো প্রস্তুতি হয়েছে। সবাই রান পেয়েছে—এটা একটা ইতিবাচক দিক। জিম্বাবুয়েতে আমাদের ব্যাটিং ভালো হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এই টুর্নামেন্টটাতে ভালো প্রস্তুতি হয়েছে’—বলেছেন মাহমুদউল্লাহ। প্রায় একই কথা মুশফিকেরও, ‘অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে এখানে। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিসিবি কাপে ভালো করার চাপ ছিল। আমার মনে হয়, সব ম্যাচেই আমরা ভালো খেলেছি।’
ভালো খেলা ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকও আছেন। চার ম্যাচে তিন ইনিংস ব্যাটিং করে অপরাজিত ২, ৬৩ ও অপরাজিত ৬৪। তিন ম্যাচ খেলে দুটিতেই ফিফটি (৩৬, ৬৫, ৬৬*) করেছেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে না খেললেও ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন আশরাফুল। এ ছাড়া শাহরিয়ার নাফীস এবং ‘এ’ দলের মাহমুদউল্লাহ ও নাঈমদের ব্যাটেও ছিল আলো। বোলারদের মধ্যে রুবেল, নাজমুল, নাসির, সোহরাওয়ার্দী—সবাই কমবেশি সফল। মুশফিকও গুরুত্ব দিচ্ছেন সবার একসঙ্গে ফর্মে থাকাটাকেই, ‘ব্যাটসম্যানরা রান পেয়েছে। বোলারদের মধ্যে যাদের কাছে প্রত্যাশা ছিল, তারা সেটা পূরণ করেছে।’
প্রস্তুতি আর প্রতিদ্বন্দ্বিতার বাইরে বিসিবি কাপের আলোচনায় ভালোভাবেই আছে উইকেট। ক্রিকেটাররা সবাই মোটামুটি একমত—এর চেয়ে ভালো উইকেট আগে পাওয়া যায়নি দেশের ক্রিকেটে। মাহমুদউল্লাহ তো চাইছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও এ রকম উইকেটই থাকুক, ‘উইকেটে ঘাস থাকলেও ব্যাটিংয়ের জন্য এটা দারুণ উইকেট। বোলারদের জন্যও ভালো। ভালো জায়গায় বল করলে সব সময়ই মুভমেন্ট পাওয়া যাচ্ছে। ভালো বাউন্স আছে। এ রকম উইকেট থাকলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আশা করি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এই উইকেটে সাফল্য পাব।’
প্রস্তুতির আড়ালে বিসিবি কাপ একটা টুর্নামেন্টও। ফাইনালে তাই প্রতিদ্বন্দ্বিতা থাকেই। বাংলাদেশ অধিনায়ক মুশফিকের আশা আগের ম্যাচগুলোর মতো আজও শ্রেষ্ঠত্ব ধরে রাখবে তাঁর দলই, ‘সব ম্যাচে আমরা ভালো খেলে জিতেছি। আশা করি, ফাইনালেও তাই হবে।’ ফাইনালের আগে দুই ম্যাচেই মুশফিকের দলের কাছে হারলেও আজ দান উল্টে দেওয়ার প্রত্যয় মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘ফাইনালে ওদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে চাই।’
আজকের ফাইনাল দর্শকদের জন্যও হতে পারে বাড়তি আকর্ষণের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবারাত্রির ম্যাচের প্রস্তুতি নিতে ফাইনালটিও দিবারাত্রির। দুপুর দেড়টায় শুরু ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে বিটিভিতে।
ফাইনালের আগে কে চ্যাম্পিয়ন হবে, দুই দলের শক্তিমত্তা-দুর্বলতা কী—এসব নিয়েই আলোচনা হওয়া উচিত। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এমন একটা টুর্নামেন্টের ফাইনাল, ট্রফি জয়ের লড়াইয়ের চেয়েও যেটা আসলে প্রস্তুতিরই মঞ্চ। মুশফিক, মাহমুদউল্লাহ—জাতীয় দলের দুই ক্রিকেটারই বলেছেন, এই টুর্নামেন্ট সুযোগ করে দিয়েছে আদর্শ প্রস্তুতির। ‘খুব ভালো প্রস্তুতি হয়েছে। সবাই রান পেয়েছে—এটা একটা ইতিবাচক দিক। জিম্বাবুয়েতে আমাদের ব্যাটিং ভালো হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এই টুর্নামেন্টটাতে ভালো প্রস্তুতি হয়েছে’—বলেছেন মাহমুদউল্লাহ। প্রায় একই কথা মুশফিকেরও, ‘অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে এখানে। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিসিবি কাপে ভালো করার চাপ ছিল। আমার মনে হয়, সব ম্যাচেই আমরা ভালো খেলেছি।’
ভালো খেলা ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকও আছেন। চার ম্যাচে তিন ইনিংস ব্যাটিং করে অপরাজিত ২, ৬৩ ও অপরাজিত ৬৪। তিন ম্যাচ খেলে দুটিতেই ফিফটি (৩৬, ৬৫, ৬৬*) করেছেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে না খেললেও ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন আশরাফুল। এ ছাড়া শাহরিয়ার নাফীস এবং ‘এ’ দলের মাহমুদউল্লাহ ও নাঈমদের ব্যাটেও ছিল আলো। বোলারদের মধ্যে রুবেল, নাজমুল, নাসির, সোহরাওয়ার্দী—সবাই কমবেশি সফল। মুশফিকও গুরুত্ব দিচ্ছেন সবার একসঙ্গে ফর্মে থাকাটাকেই, ‘ব্যাটসম্যানরা রান পেয়েছে। বোলারদের মধ্যে যাদের কাছে প্রত্যাশা ছিল, তারা সেটা পূরণ করেছে।’
প্রস্তুতি আর প্রতিদ্বন্দ্বিতার বাইরে বিসিবি কাপের আলোচনায় ভালোভাবেই আছে উইকেট। ক্রিকেটাররা সবাই মোটামুটি একমত—এর চেয়ে ভালো উইকেট আগে পাওয়া যায়নি দেশের ক্রিকেটে। মাহমুদউল্লাহ তো চাইছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও এ রকম উইকেটই থাকুক, ‘উইকেটে ঘাস থাকলেও ব্যাটিংয়ের জন্য এটা দারুণ উইকেট। বোলারদের জন্যও ভালো। ভালো জায়গায় বল করলে সব সময়ই মুভমেন্ট পাওয়া যাচ্ছে। ভালো বাউন্স আছে। এ রকম উইকেট থাকলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আশা করি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এই উইকেটে সাফল্য পাব।’
প্রস্তুতির আড়ালে বিসিবি কাপ একটা টুর্নামেন্টও। ফাইনালে তাই প্রতিদ্বন্দ্বিতা থাকেই। বাংলাদেশ অধিনায়ক মুশফিকের আশা আগের ম্যাচগুলোর মতো আজও শ্রেষ্ঠত্ব ধরে রাখবে তাঁর দলই, ‘সব ম্যাচে আমরা ভালো খেলে জিতেছি। আশা করি, ফাইনালেও তাই হবে।’ ফাইনালের আগে দুই ম্যাচেই মুশফিকের দলের কাছে হারলেও আজ দান উল্টে দেওয়ার প্রত্যয় মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘ফাইনালে ওদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে চাই।’
আজকের ফাইনাল দর্শকদের জন্যও হতে পারে বাড়তি আকর্ষণের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবারাত্রির ম্যাচের প্রস্তুতি নিতে ফাইনালটিও দিবারাত্রির। দুপুর দেড়টায় শুরু ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে বিটিভিতে।
No comments