সাবেলায় উন্নতিই দেখছেন মাচেরানো
ডিয়েগো ম্যারাডোনাকে ঘিরে আর্জেন্টাইনরা দেখেছিল বিশ্বকাপ-স্বপ্ন, সার্জিও বাতিস্তা দেখিয়েছিলেন কোপা-স্বপ্ন। এই দুটি স্বপ্নের একটিও বাস্তবে ধরা দেয়নি। এবার আলেজান্দ্রো সাবেলাকে নিয়েও আর্জেন্টাইনদের স্বপ্ন দেখার পালা। আর্জেন্টিনার অধিনায়ক হাভিয়ের মাচেরানোই জানিয়েছেন সেই স্বপ্নের কথা।
ম্যারাডোনা ও বাতিস্তার ঝঞ্ঝাক্ষুব্ধ দুটি আমল শেষে আর্জেন্টিনা দলে স্থিরতা নিয়ে আসবেন সাবেলা—বার্সেলোনা মিডফিল্ডার মাচেরানো বিশ্বাস করেন এমনটাই, ‘আমার আশা, তিনি (সাবেলা) নিজস্ব পরিকল্পনার বাস্তবায়ন করবেন এবং দলকে এমনভাবে চালাবেন, যাতে আমরা উন্নতির দিকে ধাবিত হই।’
বিশ্বকাপ-স্বপ্ন ভেঙে যাওয়ার পর আর্জেন্টিনা দলে ম্যারাডোনার স্থলাভিষিক্ত হন বাতিস্তা। কোপা আমেরিকার ব্যর্থতায় বাতিস্তাকেও সরে যেতে হয় আর্জেন্টিনার কোচের পদ থেকে।
বাতিস্তার চাকরি হারানোটা মাচেরানোর কাছে দুঃখজনক, তবে নতুন কোচকে স্বাগতই জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।
ম্যারাডোনা ও বাতিস্তার ঝঞ্ঝাক্ষুব্ধ দুটি আমল শেষে আর্জেন্টিনা দলে স্থিরতা নিয়ে আসবেন সাবেলা—বার্সেলোনা মিডফিল্ডার মাচেরানো বিশ্বাস করেন এমনটাই, ‘আমার আশা, তিনি (সাবেলা) নিজস্ব পরিকল্পনার বাস্তবায়ন করবেন এবং দলকে এমনভাবে চালাবেন, যাতে আমরা উন্নতির দিকে ধাবিত হই।’
বিশ্বকাপ-স্বপ্ন ভেঙে যাওয়ার পর আর্জেন্টিনা দলে ম্যারাডোনার স্থলাভিষিক্ত হন বাতিস্তা। কোপা আমেরিকার ব্যর্থতায় বাতিস্তাকেও সরে যেতে হয় আর্জেন্টিনার কোচের পদ থেকে।
বাতিস্তার চাকরি হারানোটা মাচেরানোর কাছে দুঃখজনক, তবে নতুন কোচকে স্বাগতই জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।
No comments