পাকিস্তানে সেনা সদর দপ্তরে হামলার দায়ে একজনের মৃত্যুদণ্ড
২০০৯ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে হামলার দায়ে সাবেক এক সেনাসদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি সামরিক আদালত। দোষী সাব্যস্ত ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। গতকাল শনিবার কর্মকর্তারা এ কথা জানান।
২০০৯ সালের অক্টোবরে একদল জঙ্গি রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা চালায়। ওই সময় জঙ্গিরা বেশ কয়েকজন কর্মকর্তাসহ ৪২ জনকে জিম্মি করে। নয়জন বন্দুকধারী, ১১ জন সেনাসদস্য ও তিনজন জিম্মির নিহত হওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী ওই জিম্মি ঘটনার অবসান হয়।
সেনা সূত্র জানায়, গত ১১ আগস্ট এ সামরিক আদালতের কার্যক্রম শেষ হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সাবেক ওই সেনাসদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে; কারণ তিনি ছিলেন মূল অপরাধী ও জঙ্গি চক্রের নেতা।
মৃত্যুদণ্ড পাওয়া সাবেক ওই সেনাসদস্যের নাম উসমান। তিনি সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্য ছিলেন।
২০০৯ সালে সেনাবাহিনীর সদর দপ্তরে ওই হামলার পর বিব্রতকর অবস্থায় পড়ে পাকিস্তানের সেনাবাহিনী।
২০০৯ সালের অক্টোবরে একদল জঙ্গি রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা চালায়। ওই সময় জঙ্গিরা বেশ কয়েকজন কর্মকর্তাসহ ৪২ জনকে জিম্মি করে। নয়জন বন্দুকধারী, ১১ জন সেনাসদস্য ও তিনজন জিম্মির নিহত হওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী ওই জিম্মি ঘটনার অবসান হয়।
সেনা সূত্র জানায়, গত ১১ আগস্ট এ সামরিক আদালতের কার্যক্রম শেষ হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সাবেক ওই সেনাসদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে; কারণ তিনি ছিলেন মূল অপরাধী ও জঙ্গি চক্রের নেতা।
মৃত্যুদণ্ড পাওয়া সাবেক ওই সেনাসদস্যের নাম উসমান। তিনি সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্য ছিলেন।
২০০৯ সালে সেনাবাহিনীর সদর দপ্তরে ওই হামলার পর বিব্রতকর অবস্থায় পড়ে পাকিস্তানের সেনাবাহিনী।
No comments