বুদ্ধদেবের বিরুদ্ধে মুখ খুললেন তসলিমা নাসরিন
বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে। গত শুক্রবার টুইটারে তিনি লিখেছেন, ‘মুসলিম ভোট ব্যাংক সুরক্ষিত করতে আমায় তো কলকাতা ছাড়া করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি নির্বাচনে হারলেন কী করে? আশ্চর্য!’
২০০৭ সালের ২১ নভেম্বর মুসলিম কট্টরপন্থীদের আন্দোলনের মুখে তসলিমাকে কলকাতা ছাড়তে হয়েছিল। তারপর মাঝেমধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এলেও পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি না মেলায় আর কলকাতায় আসতে পারেননি। এখন স্বেচ্ছা-নির্বাসন কাটাচ্ছেন বিদেশে।
ইসলাম সম্পর্কে বিতর্কিত বই লিখে কট্টপন্থীদের হুমকির মুখে ১৯৯৪ সাল থেকে বাংলাদেশ ছেড়ে বিভিন্ন দেশে অবস্থান করছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তসলিমা বলেছিলেন, পরিবর্তন শুধু শাসকের নামে বা চেহারায় হলে হবে না, আমূল পরিবর্তন আনতে হবে পুরো ব্যবস্থায়। নয়তো পরিবর্তন একটা কথার কথা হিসেবেই রয়ে যাবে।
২০০৭ সালের ২১ নভেম্বর মুসলিম কট্টরপন্থীদের আন্দোলনের মুখে তসলিমাকে কলকাতা ছাড়তে হয়েছিল। তারপর মাঝেমধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এলেও পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি না মেলায় আর কলকাতায় আসতে পারেননি। এখন স্বেচ্ছা-নির্বাসন কাটাচ্ছেন বিদেশে।
ইসলাম সম্পর্কে বিতর্কিত বই লিখে কট্টপন্থীদের হুমকির মুখে ১৯৯৪ সাল থেকে বাংলাদেশ ছেড়ে বিভিন্ন দেশে অবস্থান করছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তসলিমা বলেছিলেন, পরিবর্তন শুধু শাসকের নামে বা চেহারায় হলে হবে না, আমূল পরিবর্তন আনতে হবে পুরো ব্যবস্থায়। নয়তো পরিবর্তন একটা কথার কথা হিসেবেই রয়ে যাবে।
No comments