খাটো স্কার্ট পরলে জরিমানা
ইতালির সৈকতসংলগ্ন ক্যাসেলামেয়ার ডি স্টাবিয়া শহরে মেয়েদের অতিরিক্ত খাটো স্কার্ট পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের জরিমানা করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার রক্ষণশীল মেয়র লুইগি বোবিওর উত্থাপিত এ-সংক্রান্ত প্রস্তাব সিটি কাউন্সিলে অনুমোদিত হয়।
ইতালির সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, সিটি কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শহরে ঢালাওভাবে মিনি স্কার্ট পরার ওপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি। তবে যেসব স্কার্ট পরলে মেয়েদের অন্তর্বাস সহজে নজরে আসে, সেসব মিনি স্কার্ট পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সিটি কাউন্সিলে পাস হওয়া আইনে বলা হয়েছে, কোনো নারী আইন ভেঙে এ-জাতীয় স্কার্ট পরে বের হলে তাকে ৪৪৫ পাউন্ড জরিমানা দিতে হবে।
মেয়র বোবিও বলেছেন, কতটুকু পরিমাণ খাটো স্কার্ট পরা শাস্তিযোগ্য হবে, তা বোঝার জন্য স্কার্ট মেপে দেখার দরকার হবে না। এটা বিচারের জন্য একঝলক দৃষ্টি বোলানোই যথেষ্ট হবে।
অতিরিক্ত খাটো স্কার্ট পরা ছাড়াও মেয়র বোবিও সরকারি পার্কে ফুটবল খেলা ও মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এমন কথা প্রকাশ্যে উচ্চারণ করার বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
ইতালির সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, সিটি কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শহরে ঢালাওভাবে মিনি স্কার্ট পরার ওপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি। তবে যেসব স্কার্ট পরলে মেয়েদের অন্তর্বাস সহজে নজরে আসে, সেসব মিনি স্কার্ট পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সিটি কাউন্সিলে পাস হওয়া আইনে বলা হয়েছে, কোনো নারী আইন ভেঙে এ-জাতীয় স্কার্ট পরে বের হলে তাকে ৪৪৫ পাউন্ড জরিমানা দিতে হবে।
মেয়র বোবিও বলেছেন, কতটুকু পরিমাণ খাটো স্কার্ট পরা শাস্তিযোগ্য হবে, তা বোঝার জন্য স্কার্ট মেপে দেখার দরকার হবে না। এটা বিচারের জন্য একঝলক দৃষ্টি বোলানোই যথেষ্ট হবে।
অতিরিক্ত খাটো স্কার্ট পরা ছাড়াও মেয়র বোবিও সরকারি পার্কে ফুটবল খেলা ও মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এমন কথা প্রকাশ্যে উচ্চারণ করার বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
No comments