মোহামেডান শূন্য আবাহনী এক
পেশাদার ফুটবল লিগের প্রথম পর্ব শেষে নতুন একজন খেলোয়াড় দলে নিয়েছে আবাহনী। মোহামেডান অবশ্য একজনও যোগ করেনি। আবাহনীর নতুন খেলোয়াড়টির নাম গিলবার্তো ফেলিক্স বেন। নাইজেরিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার সোমবার ঢাকায় আসবেন।
প্রথম পর্ব শেষে দলবদলের বিশেষ ‘উইন্ডো’ চালু হয়েছে প্রথম পেশাদার লিগ থেকেই। কিন্তু এতে সাড়া পড়েছে সামান্য। খেলোয়াড় কেনাবেচায় অনভ্যস্ত ক্লাবগুলোর এটা নিয়ে বিশেষ পরিকল্পনাও দেখা যাচ্ছে না।
তবে নতুন খেলোয়াড় নিবন্ধনে কিছুটা সাড়া আছে। কাল শেষ হওয়া দলবদলে প্রায় ৩০ জন নতুন খেলোয়াড় নিবন্ধিত হয়েছেন।
এর মধ্যে সবচেয়ে বেশি ৯ জন খেলোয়াড় নিয়েছে সিলেট বিয়ানীবাজার। প্রথম পর্বে নানা সমস্যায় জর্জরিত দলটি দ্বিতীয় পর্বে মাঠে নামছে নতুন রূপে। টাকা নিয়ে কয়েকজন খেলোয়াড় ক্যাম্প ছেড়ে চলে গেছেন বলে দলটি অভিযোগ তুলেছে বাফুফের কাছে এবং সেই খেলোয়াড়দের আর ফিরিয়ে আনতে না পেরে নতুন খেলোয়াড়দের ওপরই ভরসা রাখতে বাধ্য হচ্ছে তারা। তবে একেবারেই অনভিজ্ঞ তরুণদের নিয়ে দলটি টিকে থাকতে পারবে কি না, সংশয় আছে।
একজন বিদেশিসহ চট্টগ্রাম মোহামেডান ৪ জন, ব্রাদার্সও ১ জন বিদেশিসহ ৪ জন, শেখ রাসেল ক্রীড়াচক্র ২ জন বিদেশি, রহমতগঞ্জ ১ জন বিদেশিসহ ৪ জন, চট্টগ্রাম আবাহনী ২ জন, আরামবাগ ২ জন, ১ জন বিদেশিসহ ৩ জন মুক্তিযোদ্ধা, শুকতারা ৩ জন বিদেশি, ফেনী সকার ক্লাব ৩ জন স্থানীয় খেলোয়াড় নিয়েছে।
প্রথম পর্ব শেষে দলবদলের বিশেষ ‘উইন্ডো’ চালু হয়েছে প্রথম পেশাদার লিগ থেকেই। কিন্তু এতে সাড়া পড়েছে সামান্য। খেলোয়াড় কেনাবেচায় অনভ্যস্ত ক্লাবগুলোর এটা নিয়ে বিশেষ পরিকল্পনাও দেখা যাচ্ছে না।
তবে নতুন খেলোয়াড় নিবন্ধনে কিছুটা সাড়া আছে। কাল শেষ হওয়া দলবদলে প্রায় ৩০ জন নতুন খেলোয়াড় নিবন্ধিত হয়েছেন।
এর মধ্যে সবচেয়ে বেশি ৯ জন খেলোয়াড় নিয়েছে সিলেট বিয়ানীবাজার। প্রথম পর্বে নানা সমস্যায় জর্জরিত দলটি দ্বিতীয় পর্বে মাঠে নামছে নতুন রূপে। টাকা নিয়ে কয়েকজন খেলোয়াড় ক্যাম্প ছেড়ে চলে গেছেন বলে দলটি অভিযোগ তুলেছে বাফুফের কাছে এবং সেই খেলোয়াড়দের আর ফিরিয়ে আনতে না পেরে নতুন খেলোয়াড়দের ওপরই ভরসা রাখতে বাধ্য হচ্ছে তারা। তবে একেবারেই অনভিজ্ঞ তরুণদের নিয়ে দলটি টিকে থাকতে পারবে কি না, সংশয় আছে।
একজন বিদেশিসহ চট্টগ্রাম মোহামেডান ৪ জন, ব্রাদার্সও ১ জন বিদেশিসহ ৪ জন, শেখ রাসেল ক্রীড়াচক্র ২ জন বিদেশি, রহমতগঞ্জ ১ জন বিদেশিসহ ৪ জন, চট্টগ্রাম আবাহনী ২ জন, আরামবাগ ২ জন, ১ জন বিদেশিসহ ৩ জন মুক্তিযোদ্ধা, শুকতারা ৩ জন বিদেশি, ফেনী সকার ক্লাব ৩ জন স্থানীয় খেলোয়াড় নিয়েছে।
No comments