ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন হু জিনতাও
রাশিয়ার রাজধানীমস্কোয় পাতালরেলে গত সোমবারের আত্মঘাতীহামলার দায় স্বীকার করেছে চেচেন বিদ্রোহীরা। চেচেন বিদ্রোহী নেতা ডকু উমারভ এক ভিডিও বার্তায় এ দায়স্বীকার করেন।
এদিকে রাশিয়ার গোলযোগপূর্ণ উত্তর ককেশাসের দাগেস্তানে গতকাল বৃহস্পতিবার আবারও গাড়িবোমা হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছে। এ নিয়ে গত চার দিনে দেশটির পাতালরেলসহ পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় মোট ৫৩ জন নিহত হলো।
চেচেন বিদ্রোহীনেতা ডকু উমারভ বলেন, ‘পাতালরেলে হামলা চালানোর জন্য আমি ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছি।’ কাবকাজসেন্টার ডট কম নামের একটি ওয়েবসাইটে দেওয়া ভিডিও বার্তায় উমারভ আরও বলেন, ককেশাসের বেসামরিক জনগণকে হত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
ভিডিও বার্তায় দেখা যায়, একটি মাঠে বসা অবস্থায় ৪৫ বছর বয়সী উমারভ বলছেন, ‘রাশিয়ার অধিবাসীরা শুধু টেলিভিশনে এ যুদ্ধ দেখবে এবং রেডিওতে যুদ্ধের কথা শুনবে।’
উমারভ ইমিরেট অব ককেশাস নামের একটি জঙ্গিগোষ্ঠীর প্রধান। গোষ্ঠীটি উত্তর ককেশাসে শরিয়াহ আইনভিত্তিক ইসলামি রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এদিকে রাশিয়ার গোলযোগপূর্ণ উত্তর ককেশাসের দাগেস্তানে গতকাল বৃহস্পতিবার আবারও গাড়িবোমা হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছে। এ নিয়ে গত চার দিনে দেশটির পাতালরেলসহ পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় মোট ৫৩ জন নিহত হলো।
চেচেন বিদ্রোহীনেতা ডকু উমারভ বলেন, ‘পাতালরেলে হামলা চালানোর জন্য আমি ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছি।’ কাবকাজসেন্টার ডট কম নামের একটি ওয়েবসাইটে দেওয়া ভিডিও বার্তায় উমারভ আরও বলেন, ককেশাসের বেসামরিক জনগণকে হত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
ভিডিও বার্তায় দেখা যায়, একটি মাঠে বসা অবস্থায় ৪৫ বছর বয়সী উমারভ বলছেন, ‘রাশিয়ার অধিবাসীরা শুধু টেলিভিশনে এ যুদ্ধ দেখবে এবং রেডিওতে যুদ্ধের কথা শুনবে।’
উমারভ ইমিরেট অব ককেশাস নামের একটি জঙ্গিগোষ্ঠীর প্রধান। গোষ্ঠীটি উত্তর ককেশাসে শরিয়াহ আইনভিত্তিক ইসলামি রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে।
No comments