সৌরভের ব্যাটে কেকেআরের জয়
নিজে রান পাচ্ছিলেন না। দলও হারছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথে এসে বেশ সমালোচনার মুখেই পড়তে হচ্ছিল সৌরভ গাঙ্গুলীকে। তবে কাল তিনি রানের দেখা পেলেন, ডেকান চার্জার্সকে ২৪ রানে হারাল কলকাতা নাইট রাইডার্স। এই জয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এল তারা। ওয়েবসাইট।
প্রথমে ব্যাট করে ৬ উইকেটে কলকাতা করে ১৮১ রান। যার মধ্যে সৌরভ একাই করেছেন ৫৪ বলে ৮৮ (৯টি চার ও ৫টি ছক্কা)।
জবাবে খেলতে নেমে ৫ উইকেটে ১৫৭ রান তুলতে পারে ডেকান। হার্শেল গিবস ডেকানকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু ৫০ রানে শেন বন্ডের বলে হাসির হাতে গিবস ক্যাচ তুলে দিলে ডেকানের জয়ের আশা দুরূহই হয়ে পড়ে। অ্যান্ড্রু সাইমন্ডস শেষ চেষ্টা করেছিলেন, ৩৭ বলে ৪৫ রান করে। কিন্তু দলকে জেতাতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর: কলকাতা: ১৮১/৬ (সৌরভ ৮৮, হাসি ৩১; জাসকারান ২/১৮, সাইমন্ডস ২/২৬, ওঝা ২/৩৮)। ডেকান: ১৫৭/৫ (গিবস ৫০, সাইমন্ডস ৪৫, মনিশ ২৯; বন্ড ১/২৮, আগারকার ১/৩১, কার্তিক ১/২৯, ম্যাথুস ১/২৫, গেইল ১/৯)। ফল: কলকাতা ২৪ রানে জয়ী।
প্রথমে ব্যাট করে ৬ উইকেটে কলকাতা করে ১৮১ রান। যার মধ্যে সৌরভ একাই করেছেন ৫৪ বলে ৮৮ (৯টি চার ও ৫টি ছক্কা)।
জবাবে খেলতে নেমে ৫ উইকেটে ১৫৭ রান তুলতে পারে ডেকান। হার্শেল গিবস ডেকানকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু ৫০ রানে শেন বন্ডের বলে হাসির হাতে গিবস ক্যাচ তুলে দিলে ডেকানের জয়ের আশা দুরূহই হয়ে পড়ে। অ্যান্ড্রু সাইমন্ডস শেষ চেষ্টা করেছিলেন, ৩৭ বলে ৪৫ রান করে। কিন্তু দলকে জেতাতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর: কলকাতা: ১৮১/৬ (সৌরভ ৮৮, হাসি ৩১; জাসকারান ২/১৮, সাইমন্ডস ২/২৬, ওঝা ২/৩৮)। ডেকান: ১৫৭/৫ (গিবস ৫০, সাইমন্ডস ৪৫, মনিশ ২৯; বন্ড ১/২৮, আগারকার ১/৩১, কার্তিক ১/২৯, ম্যাথুস ১/২৫, গেইল ১/৯)। ফল: কলকাতা ২৪ রানে জয়ী।
No comments