আরামবাগকে হারাল চট্ট. মোহামেডান
বাংলাদেশ লিগে এবার বড় তিনটি দল ছাড়া অবনমনের শঙ্কায় আছে বাকি সবাই। তাই একটি জয় বা ড্র দলগুলোর কাছে রীতিমতো মহার্ঘ। কাল সেই প্রার্থিত জয়টাই পেল চট্টগ্রাম মোহামেডান। প্রথম পর্বে যে আরামবাগের কাছে ১-৬ গোলে বিধ্বস্ত হয়েছিল, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরতি পর্বে তাদেরকেই হারাল ১-০ গোলে।
৬৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করে দলকে ৩ পয়েন্ট এনে দিয়েছেন লিংকন। তিন জয় আর তিন ড্রয়ে চট্ট. মোহামেডানের পয়েন্ট ১৩ ম্যাচে ১২। আরামবাগের দুর্দশা কাটছে না। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট সেই ১৪-ই থাকল।
চট্টগ্রামে স্থানীয় আবাহনী-ফরাশগঞ্জ ম্যাচে ছিল নাটকীয়তা। ১১ মিনিটে লাকির গোলে এগিয়ে যাওয়া ফরাশগঞ্জের সঙ্গে চট্টগ্রাম আবাহনী ড্র (১-১) করেছে শেষ পর্যন্ত। শেষ মিনিটে গোল করেছেন পিটার। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর, সমান ম্যাচে ১২ পয়েন্ট ফরাশগঞ্জের।
৬৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করে দলকে ৩ পয়েন্ট এনে দিয়েছেন লিংকন। তিন জয় আর তিন ড্রয়ে চট্ট. মোহামেডানের পয়েন্ট ১৩ ম্যাচে ১২। আরামবাগের দুর্দশা কাটছে না। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট সেই ১৪-ই থাকল।
চট্টগ্রামে স্থানীয় আবাহনী-ফরাশগঞ্জ ম্যাচে ছিল নাটকীয়তা। ১১ মিনিটে লাকির গোলে এগিয়ে যাওয়া ফরাশগঞ্জের সঙ্গে চট্টগ্রাম আবাহনী ড্র (১-১) করেছে শেষ পর্যন্ত। শেষ মিনিটে গোল করেছেন পিটার। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর, সমান ম্যাচে ১২ পয়েন্ট ফরাশগঞ্জের।
No comments