ইরাকে সরকার গঠনে হস্তক্ষেপ করছে ইরান
ইরাকের পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবি অভিযোগ করেছেন, ইরাকের সরকার গঠন-প্রক্রিয়ায় প্রতিবেশী দেশ ইরান সরাসরি হস্তক্ষেপ করছে। তেহরান তাঁর (আলাবি) প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পথেও বাধার সৃষ্টি করছে। গত মঙ্গলবার বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ অভিযোগ করেন।
ইরাকিয়া ব্লকের নেতা আলাবি বলেন, ইরানের এ ধরনের আচরণ দুঃখজনক। নির্বাচনের পর ইরাকের প্রধান সব দলকে তেহরানে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমার ব্লকের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি।
ইরান কীভাবে হস্তক্ষেপ করছে—এমন প্রশ্নের জবাবে আইয়াদ আলাবি বলেন, ‘আমার এমনটাই মনে হচ্ছে।’
ইরাকিয়া ব্লকের নেতা আলাবি বলেন, ইরানের এ ধরনের আচরণ দুঃখজনক। নির্বাচনের পর ইরাকের প্রধান সব দলকে তেহরানে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমার ব্লকের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি।
ইরান কীভাবে হস্তক্ষেপ করছে—এমন প্রশ্নের জবাবে আইয়াদ আলাবি বলেন, ‘আমার এমনটাই মনে হচ্ছে।’
No comments