নাইজেরিয়ার কয়েকটি রাষ্ট্রে বিভক্ত হওয়া উচিত: গাদ্দাফি
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি বলেছেন, নাইজেরিয়ার কয়েকটি রাষ্ট্রে বিভক্ত হওয়া উচিত। দেশটির উচিত যুগোশ্লাভিয়াকে অনুসরণ করা। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে গাদ্দাফি এ কথা বলেন।
এর আগে গাদ্দাফি বলেছিলেন, দেশটির গোষ্ঠীগত সংঘাতের অবসান ঘটাতে ভারত ও পাকিস্তানের মতো ভাগ হয়ে যাওয়া উচিত। গাদ্দাফির ওই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে নাইজেরিয়া ত্রিপোলি থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গাদ্দাফির ওই মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছে। দেশটির একজন সিনেটর গাদ্দাফিকে ‘পাগল’ বলে অভিহিত করেছেন।
নাইজেরিয়ার নিন্দার জবাবে একটি বার্তা সংস্থা বিবৃতি পাঠান গাদ্দাফি। তাতে তিনি লেখেন, নাইজেরিয়ার উচিত সাবেক যুগোশ্লাভিয়ার পথ অনুসরণ করা। যুগোশ্লাভিয়া ভেঙে সাতটি পৃথক রাষ্ট্র হয়েছে। নাইজেরিয়ারও কয়েকটি রাষ্ট্রে বিভক্ত হওয়া উচিত। তা না হলে সেখানে সাম্প্রদায়িক সংঘর্ষের কখনো অবসান হবে না।
গাদ্দাফির সর্বশেষ এ মন্তব্য সম্পর্কে নাইজেরিয়ার সরকার অবশ্য এখনো কোনো মন্তব্য করেনি।
এর আগে গাদ্দাফি বলেছিলেন, দেশটির গোষ্ঠীগত সংঘাতের অবসান ঘটাতে ভারত ও পাকিস্তানের মতো ভাগ হয়ে যাওয়া উচিত। গাদ্দাফির ওই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে নাইজেরিয়া ত্রিপোলি থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গাদ্দাফির ওই মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছে। দেশটির একজন সিনেটর গাদ্দাফিকে ‘পাগল’ বলে অভিহিত করেছেন।
নাইজেরিয়ার নিন্দার জবাবে একটি বার্তা সংস্থা বিবৃতি পাঠান গাদ্দাফি। তাতে তিনি লেখেন, নাইজেরিয়ার উচিত সাবেক যুগোশ্লাভিয়ার পথ অনুসরণ করা। যুগোশ্লাভিয়া ভেঙে সাতটি পৃথক রাষ্ট্র হয়েছে। নাইজেরিয়ারও কয়েকটি রাষ্ট্রে বিভক্ত হওয়া উচিত। তা না হলে সেখানে সাম্প্রদায়িক সংঘর্ষের কখনো অবসান হবে না।
গাদ্দাফির সর্বশেষ এ মন্তব্য সম্পর্কে নাইজেরিয়ার সরকার অবশ্য এখনো কোনো মন্তব্য করেনি।
No comments