বেনজির হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশের তারিখ পিছিয়েছে জাতিসংঘ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশের সময়সূচি মধ্য এপ্রিল পর্যন্ত পিছিয়ে দিয়েছে জাতিসংঘ। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির অনুরোধের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি। ২০০৭ সালের ডিসেম্বরে এক আত্মঘাতী হামলায় নিহত হন বেনজির। পরে পাকিস্তান সরকারের অনুরোধে গত বছরের জুলাইয়ে এ হত্যার তদন্ত শুরু করে জাতিসংঘের একটি প্যানেল।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসিরকি বলেন, ‘তদন্ত প্রতিবেদন প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট জারদারির একটি জরুরি অনুরোধ গ্রহণ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ১৫ এপ্রিল পর্যন্ত এ সময়সূচি পেছানো হয়েছে।’ তবে জারদারি কেন এ ধরনের অনুরোধ জানালেন, সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি নেসিরকি
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসিরকি বলেন, ‘তদন্ত প্রতিবেদন প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট জারদারির একটি জরুরি অনুরোধ গ্রহণ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ১৫ এপ্রিল পর্যন্ত এ সময়সূচি পেছানো হয়েছে।’ তবে জারদারি কেন এ ধরনের অনুরোধ জানালেন, সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি নেসিরকি
No comments