কফি টেবিল যখন টাচস্ক্রিন কম্পিউটার
একটা কাঠের কফি টেবিল। তবে একেবারে সাধারণ টেবিল নয়। এতে একটা ৩২ ইঞ্চি টাচস্ক্রিনসহ আস্ত একটা উইন্ডোস ৮ কম্পিউটার রাখা আছে।
এতে ১৭৮০ ভিউয়িং অঙ্গেল থাকায় অনেক বড় করা ছবি বা ম্যাপ আরো ভালোভাবে দেখা যায়। তাছাড়া ইন্টার-এক্টিভ কোই পোন্ড দিয়েও এটা চালানো যায়। এতে করে সোফায় বসে একই ডেটা অনেক ব্যবহারকারী অনায়াসে দেখতে পারেন। কাঠের টেবিলটির শীর্ষে একটি অ্যান্টিগ্লেয়ার এলসিডি স্ক্রিন থাকায় এটা ট্যাবলেট কম্পিউটারের মতো কাজ করে।
এতে ১৭৮০ ভিউয়িং অঙ্গেল থাকায় অনেক বড় করা ছবি বা ম্যাপ আরো ভালোভাবে দেখা যায়। তাছাড়া ইন্টার-এক্টিভ কোই পোন্ড দিয়েও এটা চালানো যায়। এতে করে সোফায় বসে একই ডেটা অনেক ব্যবহারকারী অনায়াসে দেখতে পারেন। কাঠের টেবিলটির শীর্ষে একটি অ্যান্টিগ্লেয়ার এলসিডি স্ক্রিন থাকায় এটা ট্যাবলেট কম্পিউটারের মতো কাজ করে।
No comments