বিশ্বের সবচেয়ে বেশি সমবায় সমিতি নেপালে
প্রতিবেশী দেশগুলোতো বটেই, উন্নত দেশগুলোর মধ্যেও বিশ্বে সবচেয়ে বেশি সমবায় সমিতি রয়েছে নেপালে।
নেপাল সমবায় দফতরের উপ-রেজিস্টার শশী কুমার লামসাল বলেন, জনসংখ্যা ও অর্থনীতির আকারের তুলনায় নেপালে অনেক বেশি সংখ্যক সমবায় সমিতি রয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি যুক্তরাষ্ট্রে ২০১৭ সালের শেষ নাগাদ ৫,৬৮৪টি সমবায় ছিলো। দেশটির ১১২.৬ মিলিয়ন জনসংখ্যা এসব সমবায়ের সঙ্গে জড়িত। একইভাবে ভারতের রয়েছে ২,৭০৫টি সমবায়, যেগুলো ২০ মিলিয়ন মানুষকে সেবা দিচ্ছে। আর বাংলাদেশে আছে মাত্র ৮৮৮টি সমবায় এবং এর সঙ্গে ৫৪৭,০০০ মানুষ জড়িত।
অস্ট্রেলিয়া ও কানাডায় সমবায় সংখ্যা যথাক্রমে মাত্র ৭৯ ও ৫৬৭টি।
কিন্তু নেপালে রয়েছে ৩৪,০০০ সমবায় এবং এগুলোর সদস্য সংখ্যা ৬.৫ মিলিয়ন।
বাংলাদেশে যেখানে জনসংখ্যা ১৬৫ মিলিয়ন সেখানে নেপালের জনসংখ্যা ২৯.৯৬ মিলিয়ন। এতে দেখা যায় বিশ্বে মাথাপিছু সমবায়ী সংখ্যা নেপালে সবচেয়ে বেশী এবং সরকারি ও বেসরকারি খাতের পর অর্থনীতির তৃতীয় স্তম্ভ হিসেবে এটি কাজ করছে।
তবে সংখ্যাধিক্যের কারণে নেপালে একাধিক সমবায় একীভূত করারও দাবি উঠেছে।
নেপাল সমবায় দফতরের উপ-রেজিস্টার শশী কুমার লামসাল বলেন, জনসংখ্যা ও অর্থনীতির আকারের তুলনায় নেপালে অনেক বেশি সংখ্যক সমবায় সমিতি রয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি যুক্তরাষ্ট্রে ২০১৭ সালের শেষ নাগাদ ৫,৬৮৪টি সমবায় ছিলো। দেশটির ১১২.৬ মিলিয়ন জনসংখ্যা এসব সমবায়ের সঙ্গে জড়িত। একইভাবে ভারতের রয়েছে ২,৭০৫টি সমবায়, যেগুলো ২০ মিলিয়ন মানুষকে সেবা দিচ্ছে। আর বাংলাদেশে আছে মাত্র ৮৮৮টি সমবায় এবং এর সঙ্গে ৫৪৭,০০০ মানুষ জড়িত।
অস্ট্রেলিয়া ও কানাডায় সমবায় সংখ্যা যথাক্রমে মাত্র ৭৯ ও ৫৬৭টি।
কিন্তু নেপালে রয়েছে ৩৪,০০০ সমবায় এবং এগুলোর সদস্য সংখ্যা ৬.৫ মিলিয়ন।
বাংলাদেশে যেখানে জনসংখ্যা ১৬৫ মিলিয়ন সেখানে নেপালের জনসংখ্যা ২৯.৯৬ মিলিয়ন। এতে দেখা যায় বিশ্বে মাথাপিছু সমবায়ী সংখ্যা নেপালে সবচেয়ে বেশী এবং সরকারি ও বেসরকারি খাতের পর অর্থনীতির তৃতীয় স্তম্ভ হিসেবে এটি কাজ করছে।
তবে সংখ্যাধিক্যের কারণে নেপালে একাধিক সমবায় একীভূত করারও দাবি উঠেছে।
No comments