‘আমাদের রাজনীতি দিন দিন খারাপ হচ্ছে’
শক্তিশালী
নির্বাচন কমিশন গঠন ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন
বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার স্বামী ড. শফিক আহম্মেদ সিদ্দিক। বেসরকারী
টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ‘নিউজ অ্যান্ড ভিউজ’ অনুষ্ঠানে তিনি বলেন,
‘আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিতে ভালো ছাত্র-শিক্ষকরা ভালো করছে।
আমরা অ্যাগ্রিকালচারের দিক থেকে, ফুডে সেলফ-সাফিশিয়েন্ট হয়েছি। এটায়
কন্ট্রিবিউশন অ্যাগ্রিকালচার সাইয়েন্টিস্টদের। সব দিকে এগিয়ে যাচ্ছে দেশ।’
তার ভাষ্য, ‘দুঃখজনকভাবে, একটি ব্যাপারে দেশ পিছিয়ে আছে। রাজনীতি। আমাদের রাজনীতি দিন দিন খারাপ হচ্ছে। আমরা অপোজিশন সহ্য করতে পারবো না। পজিশনে থাকলে, আমি টেনে নামাবো।’
তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে প্রথম যেটা আমি প্রথম যেটা ফিল করি: ইলেকশন কমিশনের নিউট্রাল হওয়া। ইলেকশন কমিশন ইন্ডিয়ার মতো হবে, যেটা সরকারী দল, বিরোধী দল ও সব দল একসেপ্ট করে নেবে।’
তিনি বলেন, ‘(গ্রহণযোগ্য) কমিশন খুব দরকার। এটা আমি রিকোয়েস্ট করবো পলিটিক্যাল পার্টিগুলোকে, রাস্তায় মারামারি না করে, বরং ইলেকশন কমিশনটা শক্তিশালী করা উচিৎ। প্রয়োজন সবার গ্রহণযোগ্য একটা নির্বাচন। দুঃখজনক হলো, নির্বাচন কমিশন গ্রহণযোগ্যতা পায়নি কোন পক্ষ থেকেই।’
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণের উপায় নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, ‘নির্বাচন কমিশন মেইন। ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন।’
তিনি বলেন, ‘যেকোন নির্বাচনে - উপজেলা নির্বাচন বলুন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বলুন বা জাতীয় পার্লামেন্টারি ইলেকশন বলুন - ভালো ইলেকশন কমিশন না হলে সম্ভব না। আমি সব দলকে রিকোয়েস্ট করবো, একটি ভালো গ্রহণযোগ্য ইলেকশন কমিশন দিন। ইন্ডিয়া, আমাদের পাশের দেশ যদি করতে পারে; ইভেন পাকিস্তানের নির্বাচন কমিশনও গ্রহণযোগ্যতা পেয়েছে অপোজিশন, পজিশনের কাছে।’
তার ভাষ্য, ‘দুঃখজনকভাবে, একটি ব্যাপারে দেশ পিছিয়ে আছে। রাজনীতি। আমাদের রাজনীতি দিন দিন খারাপ হচ্ছে। আমরা অপোজিশন সহ্য করতে পারবো না। পজিশনে থাকলে, আমি টেনে নামাবো।’
তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে প্রথম যেটা আমি প্রথম যেটা ফিল করি: ইলেকশন কমিশনের নিউট্রাল হওয়া। ইলেকশন কমিশন ইন্ডিয়ার মতো হবে, যেটা সরকারী দল, বিরোধী দল ও সব দল একসেপ্ট করে নেবে।’
তিনি বলেন, ‘(গ্রহণযোগ্য) কমিশন খুব দরকার। এটা আমি রিকোয়েস্ট করবো পলিটিক্যাল পার্টিগুলোকে, রাস্তায় মারামারি না করে, বরং ইলেকশন কমিশনটা শক্তিশালী করা উচিৎ। প্রয়োজন সবার গ্রহণযোগ্য একটা নির্বাচন। দুঃখজনক হলো, নির্বাচন কমিশন গ্রহণযোগ্যতা পায়নি কোন পক্ষ থেকেই।’
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণের উপায় নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, ‘নির্বাচন কমিশন মেইন। ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন।’
তিনি বলেন, ‘যেকোন নির্বাচনে - উপজেলা নির্বাচন বলুন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বলুন বা জাতীয় পার্লামেন্টারি ইলেকশন বলুন - ভালো ইলেকশন কমিশন না হলে সম্ভব না। আমি সব দলকে রিকোয়েস্ট করবো, একটি ভালো গ্রহণযোগ্য ইলেকশন কমিশন দিন। ইন্ডিয়া, আমাদের পাশের দেশ যদি করতে পারে; ইভেন পাকিস্তানের নির্বাচন কমিশনও গ্রহণযোগ্যতা পেয়েছে অপোজিশন, পজিশনের কাছে।’
No comments