এবার কুর্দি তরুণের গলা কেটে ভিডিও প্রকাশ

ইসলামিক স্টেটের সদস্যরা এবার এক কুর্দি তরুণের গলা কেটে ভিডিও প্রকাশ করেছে। ইরাকের উত্তরাঞ্চলে আইএসের বিরুদ্ধে হামলা বন্ধের ব্যাপারে সতর্ক করতেই তারা এ ভিডিও প্রকাশ করেছে বলে জানা গেছে। রক্তের বার্তা (ম্যাসেজ ইন ব্লাড) শিরোনামে ওই ভিডিওটিতে দেখা গেছে, কমলা রংয়ের জ্যাম্পস্যুট পরা এক ব্যক্তি বলেছেন, বেশ কয়েকজন কুর্দি যোদ্ধাকে বন্দি করা হয়েছে। পরে ওই তরুণকে আইএসের দখল করা মসুল শহরের একটি মসজিদের কাছে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়।
এর পর তাকে শিরশ্ছেদ করা হয়।ভিডিওতে আইএসের সদস্যরা জানান, কুর্দি নেতারা যদি যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়া অব্যাহত রাখে তাহলে বাকি বন্দি যোদ্ধাদেরও হত্যা করা হবে। ইরাকের উত্তরাঞ্চলে স্বশাসিত কুর্দিস্তানের যোদ্ধারা মার্কিন বিমান হামলার পাশাপাশি আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আইএস সদস্যরা হামা প্রদেশের তাবকা বিমানঘাঁটিতে হামলা চালানোর পর কুর্দি যোদ্ধারা পালানোর সময় তাদের বন্দি করা হয় বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। এর আগে আইএস সদস্যরা সিরিয়ান সেনাদের গণহত্যার ভিডিও প্রকাশ করেছিল। সিরিয়ায় একটি সেনা ঘাঁটি দখলের পর ওই সেনাদের বন্দি করেছিল আইএস। বিবিসি।

No comments

Powered by Blogger.