গুঞ্জন শুনি
বিতর্কের কারণে ভারতীয় মডেল পুনম পান্ডের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক ইন্ডিয়া- এটা পুরনো খবর। ফেসবুকে প্রায় ২ কোটি ১০ লাখ ভক্ত হারিয়ে কিছুটা মন খারাপ হলেও পুনম এবার আসছেন ভিন্ন রূপে। ফেসবুক থেকে উধাও হয়েছেন তো কী হয়েছে? এবার ভক্তদের হাতের মুঠোয় আসতে চলেছেন বিতর্কিত এই মডেল ও অভিনেত্রী। তবে ঠিক মুঠোয় নয়, মুঠোফোনে বলাটাই ভালো। ‘স্ট্রিপ কুইন’ পুনম এবার হাজির হচ্ছেন মোবাইল অ্যাপসে।
সম্প্রতি এক টুইটার বার্তায় খোদ পুনমই এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘এবার সব থেকে হট অ্যাপস আসতে চলেছে আমার অনুগামীদের কাছে।’ এরই মধ্যে পুনমের মোবাইল অ্যাপস আসার খবরে বেশ গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা নতুনরূপে আবারও পুনমকে দেখতে পাওয়ার আশা জাগানিয়া গান শুনলেও সমালোচকরা কিন্তু মন্তব্য করতে পিছপা হননি। তারা বলেছেন, এটা পুনমের পাবলিসিটি স্ট্যান্ট। যদিও ফেসবুক অ্যাকাউন্ট হারানোর শোকে রীতিমতো মূহ্যমান পুনম এখন ফের অক্সিজেন খুঁজে পাচ্ছেন নয়া অ্যাপসের দৌলতে। এখন শুধু অপেক্ষার সময়।
No comments