অপহরণের চার বছর পর ভিসি মুক্ত

পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবানের হাতে দীর্ঘ চার বছর ধরে বন্দি থাকার পর সৈন্যরা এক শিক্ষাবিদকে উদ্ধার করেছে। শুক্রবার সরকারি কর্মকর্তারা এ কথা জানান। এএফপি।
পাকিস্তানি তালেবান ২০১০ সালের সেপ্টেম্বর পেশোয়ারের ইসলামিয়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ভিসি আজমল খানকে অপহরণ করে। পেশোয়ারের এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেন, উত্তর ওয়াজিরিস্তানের একটি এলাকায় অভিযান চালিয়ে খানকে উদ্ধার করা হয়। পাকিস্তানি সামরিক বাহিনী গত মধ্য জুনের পর থেকে তালেবান জঙ্গিদের শক্তিশালী ঘাঁটি উত্তর ওয়াজিরিস্তানে তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

No comments

Powered by Blogger.