আর্জেন্টিনার বিদায়
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে পর্তুগাল ও মেক্সিকো। নাটকীয় টাইব্রেকারে ৫-৪ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে পর্তুগাল। মেক্সিকো ৩-১ গোলে জিতেছে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে।
১২০ মিনিটের খেলা ছিল গোলশূন্য। ছিল না কোনো নাটকও। সব নাটক যেন জমানো ছিল টাইব্রেকারের জন্য। যেখানে আর্জেন্টিনা এগিয়ে গিয়েছিল ৩-১-এ। কিন্তু চতুর্থ ও পঞ্চম শটে গোল করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। আর মিস করে সপ্তম পেনাল্টিটি। আর পর পর দুটি শটে গোল না পাওয়া পর্তুগাল গোল পায় পরের সবগুলো শটে।
যুব বিশ্বকাপের ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ ওয়াল্টার পেরাজ্জো বিস্ময়ে হতবাক, ‘ফলটা অপ্রত্যাশিত। আমাকে বিস্মিত করেছে। পেনাল্টি শুটআউটে ভাগ্য তাদের সহায় হয়েছে।’ পর্তুগাল কোচ ইলিদিও ভ্যালে বলেছেন, ‘আর্জেন্টিনাই টুর্নামেন্টের ফেবারিট ছিল।
১২০ মিনিটের খেলা ছিল গোলশূন্য। ছিল না কোনো নাটকও। সব নাটক যেন জমানো ছিল টাইব্রেকারের জন্য। যেখানে আর্জেন্টিনা এগিয়ে গিয়েছিল ৩-১-এ। কিন্তু চতুর্থ ও পঞ্চম শটে গোল করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। আর মিস করে সপ্তম পেনাল্টিটি। আর পর পর দুটি শটে গোল না পাওয়া পর্তুগাল গোল পায় পরের সবগুলো শটে।
যুব বিশ্বকাপের ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ ওয়াল্টার পেরাজ্জো বিস্ময়ে হতবাক, ‘ফলটা অপ্রত্যাশিত। আমাকে বিস্মিত করেছে। পেনাল্টি শুটআউটে ভাগ্য তাদের সহায় হয়েছে।’ পর্তুগাল কোচ ইলিদিও ভ্যালে বলেছেন, ‘আর্জেন্টিনাই টুর্নামেন্টের ফেবারিট ছিল।
No comments