গোটা ভারতে নিরাপত্তা জোরদার
আজ ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এই দিনটি ঘিরে গোটা ভারতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী দিল্লিকে ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। সাধারণত স্বাধীনতা দিবসকে ঘিরে ভারতের বিভিন্ন জঙ্গিগোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন নাশকতা ঘটানোর চেষ্টা চালায়। এবার অবশ্য স্বাধীনতা দিবসের আগের দিন পর্যন্ত এ ধরনের কোনো নাশকতার ঘটনা ঘটেনি।
স্বাধীনতা দিবসকে ঘিরে কলকাতায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে বিভিন্ন রেলস্টেশন, বাসস্টপ, ধর্মীয় স্থান, ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক ব্রিজ, শপিংমল, বিভিন্ন প্রেক্ষাগৃহ, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদিতে। কলকাতায় নামানো হয়েছে স্পেশাল টাস্কফোর্সের ২০টি টিম।
এদিকে আসামে ১২টি বিচ্ছিন্নতাবাদী সংগঠন স্বাধীনতা দিবস বর্জনের ডাক দিয়েছে। উলফার শান্তি আলোচনাবিরোধী নেতা পরেশ বড়ুয়াও এই দলে রয়েছেন। এ রাজ্যে জঙ্গি হামলার আশঙ্কায় শুক্রবার থেকে রাতে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। আসামের জঙ্গিদের মূল লক্ষ্য থাকে রেললাইন। এ কারণে আসামে রাতে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।
স্বাধীনতা দিবসকে ঘিরে কলকাতায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে বিভিন্ন রেলস্টেশন, বাসস্টপ, ধর্মীয় স্থান, ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক ব্রিজ, শপিংমল, বিভিন্ন প্রেক্ষাগৃহ, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদিতে। কলকাতায় নামানো হয়েছে স্পেশাল টাস্কফোর্সের ২০টি টিম।
এদিকে আসামে ১২টি বিচ্ছিন্নতাবাদী সংগঠন স্বাধীনতা দিবস বর্জনের ডাক দিয়েছে। উলফার শান্তি আলোচনাবিরোধী নেতা পরেশ বড়ুয়াও এই দলে রয়েছেন। এ রাজ্যে জঙ্গি হামলার আশঙ্কায় শুক্রবার থেকে রাতে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। আসামের জঙ্গিদের মূল লক্ষ্য থাকে রেললাইন। এ কারণে আসামে রাতে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।
No comments