নেপালে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান প্রেসিডেন্টের
নেপালের প্রেসিডেন্ট রামবরণ যাদব গতকাল সোমবার জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের পদত্যাগের পর দেশটিতে নতুন করে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে।
প্রেসিডেন্টের সচিব বামন প্রসাদ নিউপানে বার্তা সংস্থা এএফপিকে জানান, অন্তর্বর্তী সংবিধানের ভিত্তিতে দলগুলোকে যাদব জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। এ জন্য তাদের আগামী ২১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল নতুন সংবিধানের খসড়া ও শান্তিপ্রক্রিয়া নিয়ে মতৈক্যে পৌঁছাতে না পেরে রাজনৈতিক অচলাবস্থার কারণে গত রোববার সন্ধ্যায় পদত্যাগ করেন। ঝালানাথ খানাল গত ফেব্রুয়ারিতে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
প্রেসিডেন্টের সচিব বামন প্রসাদ নিউপানে বার্তা সংস্থা এএফপিকে জানান, অন্তর্বর্তী সংবিধানের ভিত্তিতে দলগুলোকে যাদব জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। এ জন্য তাদের আগামী ২১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল নতুন সংবিধানের খসড়া ও শান্তিপ্রক্রিয়া নিয়ে মতৈক্যে পৌঁছাতে না পেরে রাজনৈতিক অচলাবস্থার কারণে গত রোববার সন্ধ্যায় পদত্যাগ করেন। ঝালানাথ খানাল গত ফেব্রুয়ারিতে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
No comments