পাকিস্তানে বোমা ও রকেট হামলায় নিহত ১৫
পাকিস্তানের স্বাধীনতা দিবসে গতকাল রোববার বোমা ও রকেট হামলা এবং বন্দুকধারীদের গুলিতে ১৫ জন নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা এ কথা জানান।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ডেরা আল্লাহ ইয়ার শহরের একটি রেস্তোরাঁর পাশে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ১১ জন বেসামরিক লোক নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
জেলা পুলিশপ্রধান জাভেদ গারশিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ওই ঘটনার পর রেস্তোরাঁর ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানের ৬৪তম স্বাধীনতা দিবস উদ্যাপন করতে এসে তাঁরা এ বোমা হামলার শিকার হন। তবে এ হামলার দায়ভার কেউ স্বীকার করেনি।
একই প্রদেশের খুজদার শহরে বন্দুকধারীদের গুলিতে স্থানীয় এক সাংবাদিক নিহত হয়েছেন। ওই সাংবাদিকের নাম মুনির নূর। তিনি ব্যক্তিমালিকানাধীন একটি অনলাইন বার্তা সংস্থায় কাজ করতেন।
এদিকে উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহরে স্বাধীনতা দিবসের সমাবেশে চারটি রকেট হামলায় কমপক্ষে তিনজন আধাসামরিক সেনা নিহত ও ২৫ জন আহত হয়েছেন। এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ কথা জানান। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ডেরা আল্লাহ ইয়ার শহরের একটি রেস্তোরাঁর পাশে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ১১ জন বেসামরিক লোক নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
জেলা পুলিশপ্রধান জাভেদ গারশিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ওই ঘটনার পর রেস্তোরাঁর ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানের ৬৪তম স্বাধীনতা দিবস উদ্যাপন করতে এসে তাঁরা এ বোমা হামলার শিকার হন। তবে এ হামলার দায়ভার কেউ স্বীকার করেনি।
একই প্রদেশের খুজদার শহরে বন্দুকধারীদের গুলিতে স্থানীয় এক সাংবাদিক নিহত হয়েছেন। ওই সাংবাদিকের নাম মুনির নূর। তিনি ব্যক্তিমালিকানাধীন একটি অনলাইন বার্তা সংস্থায় কাজ করতেন।
এদিকে উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহরে স্বাধীনতা দিবসের সমাবেশে চারটি রকেট হামলায় কমপক্ষে তিনজন আধাসামরিক সেনা নিহত ও ২৫ জন আহত হয়েছেন। এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ কথা জানান। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
No comments