ইলিয়াস-ইজাজের সেঞ্চুরি
আগের দিনই সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন। ৯৪ রানে অপরাজিত সিলেটের ব্যাটসম্যান ইজাজ আহমেদ কাল ঠিকই পেয়ে গেলেন সেঞ্চুরি—করলেন ১০৩ রান। তাঁর অপরাজিত সেঞ্চুরিতে সিলেট প্রথম ইনিংস ঘোষণার আগে ৭ উইকেটে তুলল ৪২৫ রান।
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে কাল ছিল তৃতীয় দিন। এদিন বরিশালের বিপক্ষে ১৫৩ রান করেছেন ঢাকার ব্যাটসম্যান ইলিয়াস সানি। প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হওয়া ঢাকা ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ইনিংসে। ৭ উইকেটে ৪৭৩ রান তোলার পর কাল ইনিংস ঘোষণা করেছে তারা। প্রথম ইনিংসে ২৩০ করা বরিশালের সামনে এখন জয়ের লক্ষ্য ৩৭৭ রান। দিন শেষে ১ উইকেট ৩১ রান তুলেছে বরিশাল।
বগুড়ায় বোলারদের দাপটে চট্টগ্রামের বিপক্ষে মাত্র দুই দিনেই জয় তুলে নেয় রাজশাহী। কিন্তু রাজশাহীতে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনা-সিলেট ম্যাচ গড়াল চতুর্থ দিনে। এই মাঠে উজ্জ্বল সিলেটের ব্যাটসম্যানরা। ওদিকে সিলেটে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ঢাকার ব্যাটসম্যানরাও। তিন হাফ সেঞ্চুরিসহ একটি সেঞ্চুরি করেছেন সিলেটের ব্যাটসম্যানরা। আগের দিন ৫৩ রানে অপরাজিত ইলিয়াস সানি করলেন আরও ১০০ রান। তাঁর সেঞ্চুরি এসেছে ২৩৬ বলে। ১৫ চারে ১৫৩ করেছেন ৩৩০ বলে। ইলিয়াসের পর তৈয়বুরের হাফ সেঞ্চুরিতে (৫২) রানপাহাড় গড়েছে ঢাকা। বরিশালের ফজলে রাব্বি নিয়েছেন ৩ উইকেট।
সিলেটের সঙ্গে পাল্লা দিয়ে অবশ্য রান তুলতে পারছে না খুলনা। ১৫৮ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৬ উইকেট। খুলনার সর্বোচ্চ ৪২ রান তুষার ইমরানের।
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে কাল ছিল তৃতীয় দিন। এদিন বরিশালের বিপক্ষে ১৫৩ রান করেছেন ঢাকার ব্যাটসম্যান ইলিয়াস সানি। প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হওয়া ঢাকা ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ইনিংসে। ৭ উইকেটে ৪৭৩ রান তোলার পর কাল ইনিংস ঘোষণা করেছে তারা। প্রথম ইনিংসে ২৩০ করা বরিশালের সামনে এখন জয়ের লক্ষ্য ৩৭৭ রান। দিন শেষে ১ উইকেট ৩১ রান তুলেছে বরিশাল।
বগুড়ায় বোলারদের দাপটে চট্টগ্রামের বিপক্ষে মাত্র দুই দিনেই জয় তুলে নেয় রাজশাহী। কিন্তু রাজশাহীতে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনা-সিলেট ম্যাচ গড়াল চতুর্থ দিনে। এই মাঠে উজ্জ্বল সিলেটের ব্যাটসম্যানরা। ওদিকে সিলেটে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ঢাকার ব্যাটসম্যানরাও। তিন হাফ সেঞ্চুরিসহ একটি সেঞ্চুরি করেছেন সিলেটের ব্যাটসম্যানরা। আগের দিন ৫৩ রানে অপরাজিত ইলিয়াস সানি করলেন আরও ১০০ রান। তাঁর সেঞ্চুরি এসেছে ২৩৬ বলে। ১৫ চারে ১৫৩ করেছেন ৩৩০ বলে। ইলিয়াসের পর তৈয়বুরের হাফ সেঞ্চুরিতে (৫২) রানপাহাড় গড়েছে ঢাকা। বরিশালের ফজলে রাব্বি নিয়েছেন ৩ উইকেট।
সিলেটের সঙ্গে পাল্লা দিয়ে অবশ্য রান তুলতে পারছে না খুলনা। ১৫৮ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৬ উইকেট। খুলনার সর্বোচ্চ ৪২ রান তুষার ইমরানের।
No comments