আয়ারল্যান্ড বলছে ‘হাস্যকর সিদ্ধান্ত’
২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে অংশ নেবে শুধু টেস্ট খেলুড়ে দেশগুলো। আয়ারল্যান্ড, হল্যান্ডের মতো সহযোগী দেশগুলোর সুযোগ থাকছে না। আইসিসির এই সিদ্ধান্তে সহযোগী দেশগুলোয় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রতিবাদমুখর সহযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে উজ্জ্বল আয়াল্যান্ড। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডেউট্রোম এই সিদ্ধান্তকে বলেছেন—‘নির্লজ্জতার’ চূড়ান্ত।
পরশু মুম্বাইয়ের আইসিসির নির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দিনটিকে ‘ক্রীড়াঙ্গনের কালো দিন’ আখ্যা দিয়েছেন ডেউট্রোম। বলেছেন, এই সিদ্ধান্ত ক্রিকেটের বিকাশের পথে বাধা। আর অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের ভাষায়, ‘আইসিসির সিদ্ধান্তটি একটি কৌতুক।’
চুপ থাকেননি দলের অন্য ক্রিকেটাররাও। সঙ্গে সঙ্গেই টুইটারের উগরে দিয়েছেন ক্ষোভ। পোর্টারফিল্ডই যেমন মন্তব্য করেছেন, ‘এটা অসম্মানজনক। আইসিসি কীভাবে এই সিদ্ধান্ত নিল! গত কয়েক বছরে আইরিশ ক্রিকেটকে পুনর্গঠিত করার জন্য আইসিসি যা করতে বলেছে আমরা সবই করেছি।’ ওয়ানডে র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ড ১০ নম্বরে। জিম্বাবুয়েরও আগে। এই বিষয়টিও আইসিসির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন পোর্টারফিল্ড, ‘বর্তমান র্যাঙ্কিংয়ে আমরা জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে আছি। এবং কোনো কারণই নেই যে আমরা আগামী বিশ্বকাপের আগে এক-দুই ধাপ এগোতে পারব না।’
ব্যাটসম্যান গ্যারি উইলসন লিখেছেন, ‘এটা এখন বিশ্বকাপ নয়, স্রেফ ১০ দলের একটা টুর্নামেন্ট।’ উইলসনের এই মন্তব্যের জবাব হিসেবে পল স্টারলিং লিখেছেন, ‘উইলসন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তুমি যে বাজে এলবিডব্লু হয়েছিলে, এই সিদ্ধান্ত তার চেয়েও বাজে!’ সাবেক অধিনায়ক ট্রেন্ট জনস্টন অবসর নিয়ে ফেলার সিদ্ধান্ত নিতে ‘সহযোগিতা’ করায় ‘ধন্যবাদ’ জানিয়েছেন। পরিহাসের ধন্যবাদ দিয়েছেন বয়ড র্যাঙ্কিনও। টুইটারে লিখেছেন, ‘আইসিসিকে ধন্যবাদ!!’
শুধু প্রতিবাদ জানিয়েই নিজেদের কাজ শেষ হয়ে যাচ্ছে বলে মনে করছে না আয়ারল্যান্ড। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
পরশু মুম্বাইয়ের আইসিসির নির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দিনটিকে ‘ক্রীড়াঙ্গনের কালো দিন’ আখ্যা দিয়েছেন ডেউট্রোম। বলেছেন, এই সিদ্ধান্ত ক্রিকেটের বিকাশের পথে বাধা। আর অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের ভাষায়, ‘আইসিসির সিদ্ধান্তটি একটি কৌতুক।’
চুপ থাকেননি দলের অন্য ক্রিকেটাররাও। সঙ্গে সঙ্গেই টুইটারের উগরে দিয়েছেন ক্ষোভ। পোর্টারফিল্ডই যেমন মন্তব্য করেছেন, ‘এটা অসম্মানজনক। আইসিসি কীভাবে এই সিদ্ধান্ত নিল! গত কয়েক বছরে আইরিশ ক্রিকেটকে পুনর্গঠিত করার জন্য আইসিসি যা করতে বলেছে আমরা সবই করেছি।’ ওয়ানডে র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ড ১০ নম্বরে। জিম্বাবুয়েরও আগে। এই বিষয়টিও আইসিসির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন পোর্টারফিল্ড, ‘বর্তমান র্যাঙ্কিংয়ে আমরা জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে আছি। এবং কোনো কারণই নেই যে আমরা আগামী বিশ্বকাপের আগে এক-দুই ধাপ এগোতে পারব না।’
ব্যাটসম্যান গ্যারি উইলসন লিখেছেন, ‘এটা এখন বিশ্বকাপ নয়, স্রেফ ১০ দলের একটা টুর্নামেন্ট।’ উইলসনের এই মন্তব্যের জবাব হিসেবে পল স্টারলিং লিখেছেন, ‘উইলসন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তুমি যে বাজে এলবিডব্লু হয়েছিলে, এই সিদ্ধান্ত তার চেয়েও বাজে!’ সাবেক অধিনায়ক ট্রেন্ট জনস্টন অবসর নিয়ে ফেলার সিদ্ধান্ত নিতে ‘সহযোগিতা’ করায় ‘ধন্যবাদ’ জানিয়েছেন। পরিহাসের ধন্যবাদ দিয়েছেন বয়ড র্যাঙ্কিনও। টুইটারে লিখেছেন, ‘আইসিসিকে ধন্যবাদ!!’
শুধু প্রতিবাদ জানিয়েই নিজেদের কাজ শেষ হয়ে যাচ্ছে বলে মনে করছে না আয়ারল্যান্ড। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
No comments