ইয়েমেনে আবার বিক্ষোভকারীদের ওপর গুলি, নিহত ২
ইয়েমেনের তায়েজ প্রদেশে গতকাল মঙ্গলবার বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী আবারও গুলি ছুড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এর আগে গত সোমবার তায়েজে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৭ জন বিক্ষোভকারী নিহত হয়।
কর্মকর্তারা জানান, ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে তায়েজে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে গভর্নরের প্রধান কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি ছুড়লে দুজন নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের হটাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছোড়েন। এ সময় সাদা পোশাক পরা অস্ত্রধারীরাও গুলি ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তবে নিরাপত্তা বাহিনীর হামলার জবাবে বিক্ষোভকারীরাও তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।
এদিকে গতকাল মঙ্গলবার উপসাগরীয় আরব দেশগুলোর আলোচনার আহ্বানে ইয়েমেন সাড়া দিয়েছে। সংকট নিরসনে ‘গালফ কো-অপারেশন কাউন্সিল’ (জিসিসি) ইয়েমেন সরকার ও বিরোধীদলীয় প্রতিনিধিদের রিয়াদে আলোচনায় বসার জন্য আহ্বান জানায়। তবে আলোচনার দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।
ইয়েমেনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আবুবকর আল কিরবি বলেন, ‘আমরা জিসিসির আমন্ত্রণকে স্বাগত জানিয়েছি।’
কর্মকর্তারা জানান, ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে তায়েজে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে গভর্নরের প্রধান কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি ছুড়লে দুজন নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের হটাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছোড়েন। এ সময় সাদা পোশাক পরা অস্ত্রধারীরাও গুলি ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তবে নিরাপত্তা বাহিনীর হামলার জবাবে বিক্ষোভকারীরাও তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।
এদিকে গতকাল মঙ্গলবার উপসাগরীয় আরব দেশগুলোর আলোচনার আহ্বানে ইয়েমেন সাড়া দিয়েছে। সংকট নিরসনে ‘গালফ কো-অপারেশন কাউন্সিল’ (জিসিসি) ইয়েমেন সরকার ও বিরোধীদলীয় প্রতিনিধিদের রিয়াদে আলোচনায় বসার জন্য আহ্বান জানায়। তবে আলোচনার দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।
ইয়েমেনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আবুবকর আল কিরবি বলেন, ‘আমরা জিসিসির আমন্ত্রণকে স্বাগত জানিয়েছি।’
No comments