শ্রীলঙ্কান নির্বাচকদের পদত্যাগ
অল্পের জন্য বিশ্বকাপ ঘরে ওঠেনি, শ্রীলঙ্কা পেয়েছে রানারআপের মর্যাদা। লঙ্কানদের বিশ্বকাপ অভিযানের সফলতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এর পরও আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটে। আগের দিন নাটকীয়ভাবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কুমার সাঙ্গাকারা। আজ সরে দাঁড়িয়েছেন সহ-অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই দেশটির ক্রীড়ামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শ্রীলঙ্কান নির্বাচকেরাও।
অরবিন্দ ডি সিলভার নেতৃত্বের নির্বাচক কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০ এপ্রিল। কিন্তু আগে-ভাগেই পদত্যাগের কারণ হিসেবে এক বার্তায় জানানো হয়েছে, ক্রিকেটের স্বার্থে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে নতুন নির্বাচকদের সুযোগ করে দিতেই পদত্যাগ করেছেন নির্বাচকেরা।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে পেশ করা পদত্যাগপত্রে প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা লিখেছেন, ‘দায়িত্ব নেওয়ার সময় আমাদের লক্ষ্য ছিল, আরও সুসংহত একটা দল উপহার দেওয়া। দেশবাসীকে বিশ্বকাপ এনে দিতে না পারায় আমরা চরমভাবে হতাশ। তবে স্বল্প সময়ের মধ্যেও আমরা যে লক্ষ্য পূরণে সক্ষম হয়েছি, এতেই খুশি আমরা।’
অরবিন্দ ডি সিলভার নেতৃত্বের নির্বাচক কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০ এপ্রিল। কিন্তু আগে-ভাগেই পদত্যাগের কারণ হিসেবে এক বার্তায় জানানো হয়েছে, ক্রিকেটের স্বার্থে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে নতুন নির্বাচকদের সুযোগ করে দিতেই পদত্যাগ করেছেন নির্বাচকেরা।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে পেশ করা পদত্যাগপত্রে প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা লিখেছেন, ‘দায়িত্ব নেওয়ার সময় আমাদের লক্ষ্য ছিল, আরও সুসংহত একটা দল উপহার দেওয়া। দেশবাসীকে বিশ্বকাপ এনে দিতে না পারায় আমরা চরমভাবে হতাশ। তবে স্বল্প সময়ের মধ্যেও আমরা যে লক্ষ্য পূরণে সক্ষম হয়েছি, এতেই খুশি আমরা।’
No comments