হাইতির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী মিশেল মারটেলি
হাইতির দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ‘সুইট মিকি’ নামে পরিচিত জনপ্রিয় সংগীতশিল্পী মিশেল মারটেলি। দেশটির প্রাদেশিক নির্বাচন পরিষদ (পিইসি) গত সোমবার এ কথা জানিয়েছে।
পিইসি জানিয়েছে, প্রাথমিক ফলে মারটেলি প্রায় ৬৮ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক ফার্স্ট লেডি ও সাবেক সিনেটর মারলান্দে ম্যানিগাত পেয়েছেন ৩২ শতাংশ ভোট। মারটেলি তাঁর টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘আমরা হাইতিবাসীর জন্য কাজ করে যাব। আর এ কাজ আমরা একসঙ্গে করতে পারি।’
পিইসি ১৬ এপ্রিল চূড়ান্ত ফল ঘোষণার আশা করছে। গত ২০ মার্চ নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট নেওয়া হয়েছিল। এর আগে গত ২৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা ভোট গ্রহণ করা হয়। কিন্তু ওই নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়।
বর্তমান প্রেসিডেন্ট রেনে প্রিভালের মেয়াদ শেষ হয় গত ৭ ফেব্রুয়ারি।
পিইসি জানিয়েছে, প্রাথমিক ফলে মারটেলি প্রায় ৬৮ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক ফার্স্ট লেডি ও সাবেক সিনেটর মারলান্দে ম্যানিগাত পেয়েছেন ৩২ শতাংশ ভোট। মারটেলি তাঁর টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘আমরা হাইতিবাসীর জন্য কাজ করে যাব। আর এ কাজ আমরা একসঙ্গে করতে পারি।’
পিইসি ১৬ এপ্রিল চূড়ান্ত ফল ঘোষণার আশা করছে। গত ২০ মার্চ নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট নেওয়া হয়েছিল। এর আগে গত ২৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা ভোট গ্রহণ করা হয়। কিন্তু ওই নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়।
বর্তমান প্রেসিডেন্ট রেনে প্রিভালের মেয়াদ শেষ হয় গত ৭ ফেব্রুয়ারি।
No comments