আইএসআইয়ের সহায়তায় মোল্লা ওমরের চিকিৎসা!
আফগান তালেবানের প্রধান মোল্লা ওমর হূদেরাগে আক্রান্ত হলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সহায়তায় তাঁকে চিকিৎসা দেওয়া হয়।
২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের পর মোল্লা ওমর আত্মগোপন করেন। ৭ জানুয়ারি তিনি হূদেরাগে আক্রান্ত হলে করাচির কাছে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলে। সাবেক মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের পরিচালিত একটি বেসরকারি গোয়েন্দা নেটওয়ার্কের সূত্র থেকে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়। ওয়াংিশটন পোস্ট।
২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের পর মোল্লা ওমর আত্মগোপন করেন। ৭ জানুয়ারি তিনি হূদেরাগে আক্রান্ত হলে করাচির কাছে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলে। সাবেক মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের পরিচালিত একটি বেসরকারি গোয়েন্দা নেটওয়ার্কের সূত্র থেকে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়। ওয়াংিশটন পোস্ট।
No comments