আজহার-ফয়সালে ঘুরে দাঁড়াল মোহামেডান
কালকের দিনে বড় ম্যাচ বলতে ছিল মোহামেডান-বিমান ম্যাচ। তা-ও আবার দুই দলেরই আগেই ‘সুপার এইট’ নিশ্চিত হয়ে যাওয়ায় এ ম্যাচ নিয়ে বিশেষ কোনো আগ্রহ ছিল না। তবে মিরপুর স্টেডিয়ামে ঠিকই বড় ম্যাচের উত্তেজনা ছড়াল ম্যাচটি। যাতে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান।
বিমানের ৬ উইকেটে ২৪৪ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল মোহামেডান। কিন্তু দলকে ৬১ রানে রেখে তামিম ইকবাল (৩০) আউট হয়ে যাওয়ার পর মোহামেডানের ইনিংসে বয়ে যায় ঝড়। ৪৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ৬ উইকেটে ১০৭ হয়ে যায় তারা। ম্যাচটিও যেন একটু ঝুঁকে পড়ে বিমানের দিকে। এখান থেকেই ঘুরে দাঁড়িয়ে আজহার মেহমুদ, ফয়সাল হোসেন ও মুক্তার আলী দারুণ এক জয় এনে দেন মোহামেডানকে। সপ্তম উইকেট জুটিতে ফয়সাল ও আজহার তোলেন ৮৬ রান। অষ্টম উইকেটে আজহার ও মুক্তার যোগ করেন ৩৩ রান। এই দুটি জুটিই ৫ বল বাকি থাকতে জিতিয়ে দেয় তাঁদের দলকে।
দিনের অন্য দুই ম্যাচে আবাহনী ৩৯ রানে প্রাইম দোলেশ্বরকে এবং কলাবাগান ৮০ রানে সূর্যতরুণকে হারিয়েছে।
বিমানের ৬ উইকেটে ২৪৪ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল মোহামেডান। কিন্তু দলকে ৬১ রানে রেখে তামিম ইকবাল (৩০) আউট হয়ে যাওয়ার পর মোহামেডানের ইনিংসে বয়ে যায় ঝড়। ৪৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ৬ উইকেটে ১০৭ হয়ে যায় তারা। ম্যাচটিও যেন একটু ঝুঁকে পড়ে বিমানের দিকে। এখান থেকেই ঘুরে দাঁড়িয়ে আজহার মেহমুদ, ফয়সাল হোসেন ও মুক্তার আলী দারুণ এক জয় এনে দেন মোহামেডানকে। সপ্তম উইকেট জুটিতে ফয়সাল ও আজহার তোলেন ৮৬ রান। অষ্টম উইকেটে আজহার ও মুক্তার যোগ করেন ৩৩ রান। এই দুটি জুটিই ৫ বল বাকি থাকতে জিতিয়ে দেয় তাঁদের দলকে।
দিনের অন্য দুই ম্যাচে আবাহনী ৩৯ রানে প্রাইম দোলেশ্বরকে এবং কলাবাগান ৮০ রানে সূর্যতরুণকে হারিয়েছে।
No comments