ভিয়েতনামের প্রধানমন্ত্রী দুং ফের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান
ভিয়েতনামের প্রধানমন্ত্রী এনগুয়েন তান দুংকে (৬১) পুনরায় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান নিযুক্ত করা হয়েছে। গত ১২ জানুয়ারি শুরু হওয়া আট দিনব্যাপী পঞ্চবার্ষিক কংগ্রেসের শেষ দিনে গতকাল বুধবার এই নিয়োগ দেওয়া হয়।
পার্টির মহাসচিব ও প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন এনগুয়েন ফু তাং ও ত্রুং তান সাং। প্রধানমন্ত্রী দুংয়ের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী তান সাং পলিটব্যুরোর একটি পদও পেয়েছেন। সরকারের নীতিনির্ধারণ করে এই পলিটব্যুরো। তান সাংকে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে মনে করা হচ্ছে।
কমিউনিস্ট পার্টির শক্তিশালী কেন্দ্রীয় কমিটিতে সামরিক বাহিনীর কয়েকজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, পার্শ্ববর্তী দেশ চীনের শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে সামরিক বাহিনীর কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি তাৎপর্যপূর্ণ।
পার্টির মহাসচিব ও প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন এনগুয়েন ফু তাং ও ত্রুং তান সাং। প্রধানমন্ত্রী দুংয়ের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী তান সাং পলিটব্যুরোর একটি পদও পেয়েছেন। সরকারের নীতিনির্ধারণ করে এই পলিটব্যুরো। তান সাংকে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে মনে করা হচ্ছে।
কমিউনিস্ট পার্টির শক্তিশালী কেন্দ্রীয় কমিটিতে সামরিক বাহিনীর কয়েকজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, পার্শ্ববর্তী দেশ চীনের শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে সামরিক বাহিনীর কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি তাৎপর্যপূর্ণ।
No comments