মাদক পাচারে পায়রা
প্রিয়জনের চিঠি বহনে পায়রা ব্যবহূত হচ্ছে ডাকব্যবস্থার প্রচলনের আগ থেকেই। কিন্তু কলম্বিয়ার পুলিশ এবার এমন একটি পায়রা আটক করেছে, যে কিনা মাদক বহন করছিল।
পুলিশ জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় বুকারামাঙ্গা শহরের একটি কারাগারের বন্দিদের জন্য মাদক নিয়ে যাচ্ছিল পায়রাটি। তার পিঠে বাঁধা ছিল ৪৫ গ্রাম মারিজুয়ানা ও কোকেন। কিন্তু ভার একটু বেশি হয়ে যাওয়ায় পায়রাটির পক্ষে তা নিয়ে উড়ে যাওয়া কষ্ট হয়ে যাচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।
বুকারামাঙ্গা শহরের পুলিশ কমান্ডার হোসে অ্যাঞ্জেল মেন্দোজা বলেন, ‘পায়রাটি মাদক নিয়ে কারাগারেই ঢুকছিল। কিন্তু অতিরিক্ত ভারের কারণে সে তা পারেনি। মাদক পাচারের এ এক অভিনব কায়দা।
পুলিশ জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় বুকারামাঙ্গা শহরের একটি কারাগারের বন্দিদের জন্য মাদক নিয়ে যাচ্ছিল পায়রাটি। তার পিঠে বাঁধা ছিল ৪৫ গ্রাম মারিজুয়ানা ও কোকেন। কিন্তু ভার একটু বেশি হয়ে যাওয়ায় পায়রাটির পক্ষে তা নিয়ে উড়ে যাওয়া কষ্ট হয়ে যাচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।
বুকারামাঙ্গা শহরের পুলিশ কমান্ডার হোসে অ্যাঞ্জেল মেন্দোজা বলেন, ‘পায়রাটি মাদক নিয়ে কারাগারেই ঢুকছিল। কিন্তু অতিরিক্ত ভারের কারণে সে তা পারেনি। মাদক পাচারের এ এক অভিনব কায়দা।
No comments