আইভরি কোস্টে আলোচনা ব্যর্থ
আইভরি কোস্টের ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট লরা বাগবো প্রতিপক্ষের সঙ্গে আলোচনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে ব্যাপারেও ইতিবাচক সাড়া মেলেনি।
আফ্রিকান ইউনিয়নের দূত কেনিয়ার প্রেসিডেন্ট রাইলা ওদিঙ্গা গতকাল বুধবার লরা বাগবো ও আলাসেন ওয়াতারার সঙ্গে আলোচনা করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেননি। এ কারণে তিনি আবিদজান ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
ওদিঙ্গার মুখপাত্র জানান, ৪৮ ঘণ্টার এক সফরে ওদিঙ্গা আবিদজানে আসেন। তবে তিনি দেশটির দুই নেতার সঙ্গে আলোচনা করেও বৈধ প্রেসিডেন্ট কে হবেন, তার উত্তর খুঁজে পাননি।
আফ্রিকান ইউনিয়নের দূত কেনিয়ার প্রেসিডেন্ট রাইলা ওদিঙ্গা গতকাল বুধবার লরা বাগবো ও আলাসেন ওয়াতারার সঙ্গে আলোচনা করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেননি। এ কারণে তিনি আবিদজান ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
ওদিঙ্গার মুখপাত্র জানান, ৪৮ ঘণ্টার এক সফরে ওদিঙ্গা আবিদজানে আসেন। তবে তিনি দেশটির দুই নেতার সঙ্গে আলোচনা করেও বৈধ প্রেসিডেন্ট কে হবেন, তার উত্তর খুঁজে পাননি।
No comments