৩৭০০ শিক্ষার্থীকে ‘নভোচারীর প্রশিক্ষণ’ দেওয়া হবে
যুক্তরাষ্ট্রের নাসা ও বিশ্বের অন্য মহাকাশ সংস্থাগুলো বিশ্বের ২৫টি নগরের তিন হাজার ৭০০ ছাত্র-ছাত্রীকে ‘নভোচারীদের মতো’ প্রশিক্ষণ দেবে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা গত মঙ্গলবার এ কথা জানিয়েছে।
ছয় সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছে ‘মিশন এক্স: নভোচারীর মতো শেখো’। এর উদ্দেশ্য হচ্ছে আট থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে স্বাস্থ্যসম্মত খাবার এবং ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা।
প্রশিক্ষণের পাশাপাশি নির্বাচিত শিশুরা বিজ্ঞান বিষয়ে তাদের মেধার প্রমাণ দেখানো ও দলের একজন হিসেবে কাজ করায় পয়েন্ট পেতেও প্রতিযোগিতা করবে। শক্তিমত্তা, সহ্যক্ষমতা, ভারসাম্য ও সমন্বয়ের প্রশিক্ষণ দেওয়া হবে তাদের।
নাসার এক বিবৃতিতে বলা হয়, মহাকাশ অভিযানের জন্য তৈরি করতে নভোচারীদের যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, এটি হবে সে রকম।
যেসব দেশ থেকে শিশুদের নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও কলম্বিয়া।
নাসার প্রকল্প ব্যবস্থাপক চার্লস লয়েড বলেন, ‘এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে পড়াশোনায় লেগে থাকা এবং বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে উৎকর্ষ অর্জনে উৎসাহিত করা, যাতে তারা এ গুরুত্বপূর্ণ কাজটি ২১ শতকে এগিয়ে নিতে পারে।
ছয় সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছে ‘মিশন এক্স: নভোচারীর মতো শেখো’। এর উদ্দেশ্য হচ্ছে আট থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে স্বাস্থ্যসম্মত খাবার এবং ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা।
প্রশিক্ষণের পাশাপাশি নির্বাচিত শিশুরা বিজ্ঞান বিষয়ে তাদের মেধার প্রমাণ দেখানো ও দলের একজন হিসেবে কাজ করায় পয়েন্ট পেতেও প্রতিযোগিতা করবে। শক্তিমত্তা, সহ্যক্ষমতা, ভারসাম্য ও সমন্বয়ের প্রশিক্ষণ দেওয়া হবে তাদের।
নাসার এক বিবৃতিতে বলা হয়, মহাকাশ অভিযানের জন্য তৈরি করতে নভোচারীদের যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, এটি হবে সে রকম।
যেসব দেশ থেকে শিশুদের নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও কলম্বিয়া।
নাসার প্রকল্প ব্যবস্থাপক চার্লস লয়েড বলেন, ‘এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে পড়াশোনায় লেগে থাকা এবং বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে উৎকর্ষ অর্জনে উৎসাহিত করা, যাতে তারা এ গুরুত্বপূর্ণ কাজটি ২১ শতকে এগিয়ে নিতে পারে।
No comments