জাতীয় ক্রিকেট লিগ ১ জানুয়ারি থেকে
নতুন ফরম্যাটে আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেটের আসর ১১তম জাতীয় লিগ। এবারের চার দিনের ম্যাচের লিগ হবে দুই পর্বে, দ্বিতীয় পর্বের শীর্ষ দুদল খেলবে ফাইনাল। ফাইনাল হবে পাঁচ দিনের, ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি।
ছয়টি বিভাগীয় দল প্রথম পর্বে সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলবে একে অপরের সঙ্গে। এই পর্বের সব খেলাই হবে নিরপেক্ষ ভেন্যুতে। প্রথম পর্বের পয়েন্ট নিয়েই শীর্ষ চার দল খেলবে দ্বিতীয় পর্বে। সিঙ্গেল লিগ পদ্ধতিকে সবার সঙ্গে সবার খেলা হবে এই পর্বেও। দ্বিতীয় পর্বের ম্যাচগুলোর ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
১ জানুয়ারি একসঙ্গে তিনটি ম্যাচ দিয়ে শুরু হবে জাতীয় লিগ। রাজশাহী ও সিলেট খেলবে ফতুল্লা স্টেডিয়ামে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খেলবে খুলনা ও ঢাকা। আর বরিশাল ও চট্টগ্রাম বিভাগ মুখোমুখি হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।
ছয়টি বিভাগীয় দল প্রথম পর্বে সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলবে একে অপরের সঙ্গে। এই পর্বের সব খেলাই হবে নিরপেক্ষ ভেন্যুতে। প্রথম পর্বের পয়েন্ট নিয়েই শীর্ষ চার দল খেলবে দ্বিতীয় পর্বে। সিঙ্গেল লিগ পদ্ধতিকে সবার সঙ্গে সবার খেলা হবে এই পর্বেও। দ্বিতীয় পর্বের ম্যাচগুলোর ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
১ জানুয়ারি একসঙ্গে তিনটি ম্যাচ দিয়ে শুরু হবে জাতীয় লিগ। রাজশাহী ও সিলেট খেলবে ফতুল্লা স্টেডিয়ামে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খেলবে খুলনা ও ঢাকা। আর বরিশাল ও চট্টগ্রাম বিভাগ মুখোমুখি হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।
No comments